ওয়েব ডেস্ক :- করোনা আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার দুপুরে টুইট করে নিজেই সেই খবর জানিয়েছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। দিল্লিকে করোনামুক্ত করতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। দিন কয়েক ধরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় তিনি কোভিড পরীক্ষা করান। এদিন দুপুরে তাঁর পরীক্ষার রিপোর্ট আসে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
করোনাভাইরাস (Coronavirus) আক্রান্ত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই টুইট করে জানান, তিনি করোনা পজিটিভ হয়েছেন। তাঁকে হাসপাতালে ভরতি হতে হবে।
তিনি লিখেছেন, ‘করোনার প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ার পর আমি নমুনা পরীক্ষা করাই। রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক রয়েছে, তবে চিকিত্সকের পরামর্শে হাসপাতালে ভরতি হচ্ছি। গত কয়েক দিন ধরে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের কাছে অনুরোধ, আপনারা আইসোলেশন করুন, স্বাস্থ্যপরীক্ষা করুন’।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, হাসপাতালে ভরতি হয়েছেন অমিত।
আগামী ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দির নির্মাণের ‘ভূমিপুজো’ অনুষ্ঠিত হচ্ছে।
করোনাভাইরাস সংক্রমণের কথা মাথায় রেখেই আমন্ত্রিতদের তালিকায় কাটছাঁট করা হলেও সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর যোগদানের বিষয়টি প্রায় নিশ্চিত ছিল। তবে তার আগেই হাসপাতালে ভরতি হওয়ার, আপাতত অনুষ্ঠানটিতে যোগ দেওয়া অনিশ্চিত হয়ে গেল বলেই ধরে নেওয়া যেতে পারে।