‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুললেই জ্যান্ত জ্বালিয়ে দেব’, বিতর্কিত মন্তব্য উত্তরপ্রদেশের মন্ত্রীর।
ডেস্ক নিউজ:- আবার বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার। আন্দোলনকারীদের গুলি করে মারার হুমকি দিয়েছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললেই জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী। তাঁর এই মন্তব্য ভাইরাল হতেই সমালোচনায় সরব হয়েছেন রাজনীতিক থেকে আমজনতা।
২০১৯ সালের ডিসেম্বরে সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়েছে। রাষ্ট্রপতির স্বাক্ষরে তা আইনেও পরিণত হয়েছে। কিন্তু সেই আইন পাশ হওয়ার পর থেকেই বিক্ষোভে উত্তাল গোটা দেশ। ছাত্র-যুব থেকে বিশিষ্টজন, সকলেই এই আইনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। পথে-পথে বিক্ষোভের আঁচ ছড়িয়েছে। কবিতা-গান-ছবি-আল্পনা, যে যেভাবে পেরেছেন প্রতিবাদ জানিয়েছেন। আবার সহিংস আন্দোলনের সাক্ষী থেকেছে গোটা দেশ। প্রতিবাদ করতে গিয়ে গোটা দেশে প্রাণ হারিয়েছেন প্রায় ৩০ জন। সবচেয়েবেশি সহিংস আন্দোলনের সাক্ষী থেকেছে উত্তরপ্রদেশে। আন্দোলন থামতে গোটা রাজ্যজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কড়া হাতে আন্দোলন দমন করেছে যোগী আদিত্যনাথ। তা নিয়ে সারা দেশে নিন্দার মুখে পড়ে বিজেপি সরকার। তাতেও কেন্দ্র সরকারের হুঁশ ফেরেনি। বরং আন্দোলন চলাকালীন দেশজুড়ে এই আইন কার্যকরও হয়ে গিয়েছে।