ওয়েবডেস্ক: কোনও সাধারণ মানুষ নন, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে শান্তিতে নেই খোদ বিজেপি বিধায়ক। চোখে মুখে তাঁর আতঙ্কের ছাপ। যে কোনও মুহূর্তে খুন হয়ে যেতে পারেন তিনি। এই আতঙ্ক থেকেই এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখলেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বিধায়ক নন্দকিশোর গুরজার। চিঠিতে তাঁর অনুরোধ যোগীজি আমাকে জেলে পুরুন। না হলে স্থানীয় কিছু অসৎ দলীয় নেতৃত্বের ষড়যন্ত্রে খুন হয়ে যেতে পারি আমি।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উদ্দেশ্য করে শুক্রবার বিধায়ক নন্দকিশোরের লেখা চিঠিতে, মুখ্যমন্ত্রীর কাছে কাতর অনুরোধ জানিয়ে তিনি লিখেছেন, ‘আপনার কাছে আমার অনুরোধ এমন কোনও মামলায় আমাকে জেলে ঢোকান যার অপরাধ স্বরূপ সারা জীবনের জন্য আমাকে জেলে বন্দি থাকতে হয়। কারণ, আমি মানুষের সেবা করার শপথ নিয়ে বিধায়ক হয়েছি। আমাকে মাধ্যম করে তারা যেন আমার বিধানসভাকেন্দ্র লুনি ও সেখানকার মানুষকে লুঠ করতে না পারে। আমি জেলে ঢুকলে অন্তত প্রাণে বেঁচে যাব আমি। কারণ কিছু দুর্নীতিগ্রস্ত নেতা আমাকে খুনের ষড়যন্ত্র করছে।’
এর পাশাপাশি তিনি আরও লেখেন, ‘আমি বিধায়ক হওয়ার পর শপথ নিয়েছিলাম দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে জনগণকে ন্যায় দেব। কিন্তু এখন আমি অত্যন্ত হতাশ এবং নিরাশ। আমার সেই প্রতিশ্রুতির পথে প্রতি মুহূর্তে বাধা সৃষ্টি করা হচ্ছে। সততার সঙ্গে কাজ করতে দেওয়া হচ্ছে না আমাকে। আমার দলেরই জেলাসভাপতি যিনি পুরসভা নির্বাচনে সংগঠন মন্ত্রীর নাম করে কোটি টাকা নিয়েছিলেন যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এবং সংবাদ মাধ্যমেও বেরিয়েছে। যার বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং। আমাদের দলের এই ধরনের কিছু মানুষ আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছেন আমাকে জেলে পোরার। এবং এলাকায় নিশ্চিন্তে দুর্নীতি চালিয়ে যাওয়ার। এরা দল তথা বিজেপি সরকারের সচ্ছতা নষ্ট করার জন্য উঠে পরে লেগেছে।