অয়ন বাংলা ডেস্ক:- লখনউয়ে খুন হলেন বিশ্ব হিন্দু মহাসভার রাজ্য সভাপতি রঞ্জিত বচ্চন। রবিবার সকালে লখনউয়ের হজরত গঞ্জের গ্লোবে পার্কে রঞ্জিতের মাথায় গুলি করে সেখান থেকে চম্পট দেয় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় রঞ্জিতকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা রঞ্জিত বচ্চন কট্টর হিন্দুত্ববাদী নেতা হিসেবেই পরিচিত ছিলেন। এদিন তিনি সকাল সকাল মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন। সেই সময় হঠাৎ বাইক নিয়ে কয়েকজন অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতী রঞ্জিতকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়। ঘটনায় রক্তাক্ত অবস্থায় মাতিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
খুনের ঘটনায় এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে। অজ্ঞাত পরিচয়ের ওই দুষ্কৃতীদের সন্ধানে সব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। মৃতের পরিচিতদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে লখনউ পুলিস।
উল্লেখ্য, গতবছর অক্টোবর মাসে উত্তর প্রদেশের লখনউয়েই নিজের বাড়িতে খুন হয়েছিলেন হিন্দুত্ববাদী সংগঠনের নেতা কমলেশ তিওয়ারি। পরে ওই ঘটনায় আটজনকে গ্রেফতার করেছিল পুলিস।
গোটা দেশ আজ এক দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।