লোকসভা ভোটে জেতার আনন্দে ভাঙড়ে চুটুল ডান্স পুলিশি হস্তক্ষেপে বন্ধ
ইয়াজুল মোল্লা, অয়ন বাংলা, ভাঙড়: দক্ষিণ ২৪ পরগনা জেলার যাদবপুর লোকসভা নির্বাচনে ভাল ফল পাওয়ার আনন্দে কলকাতা থেকে বার ডান্সার আনা হয় ভাঙড়ে। ভাঙড়ের নিমকুড়িয়া গ্রামে চটুল গানের তালে নাচ পরিবেশণ করেন কয়েকজন বার ড্যান্সার। যদিও পুলিশের বিনা অনুমতিতে এলাকায় অশ্লীল নাচ গানের পরিবেশ তৈরি হয়েছে এমন অভিযোগ পেয়ে রাতেই সেই অনুষ্ঠান বন্ধ করে কাশীপুর থানার পুলিশ।
এমন ঘটনায় স্বভাবতই মুখ পুড়েছে ভাঙড়ের তৃনমূল নেতৃত্বের। এ ব্যপারে কোন মন্তব্য করতে চাননি ব্লক সভাপতি ওহিদুল ইসলাম।আরেক নেতা আরাবুল ইসলাম বলেন, ‘এর সঙ্গে দলের কেউ যুক্ত নন, তবে ঘটনাটি খুবই নিন্দাজনক। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। স্থানীয় সূত্রে খবর, এবারের লোকসভা নির্বাচনে নিমকুড়িয়া গ্রাম থেকে ভাল মার্জিন পেয়েছে তৃনমূল। তাই দলের নির্দেশে যখন বিজয় মিছিল করা বারণ তখন আনসার অনুগামীরা দাবি তোলেন একটা বিচিত্রানুষ্ঠানের জন্য। অনুগামীদের দাবি মেনে আনসার প্রথমে কাবালির আসর করবেন বলে রাজি হয়েও পরে বার ড্যান্সার আনার সির্দ্ধান্ত নেন। আর তাতেই অপসংস্কৃতির অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে।
বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু জানান ঘটনায় এক অভিযুক্ত কে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরার জন্য তল্লাশি শুরু হয়েছে। ঘটনার পর গা ঢাকা দিয়েছেন উপ প্রধান।