‘দলিত প্রবেশ নিষেধ’, নিজের কেন্দ্রের গ্রামেই ঢুকতে পারলেন না বিজেপি সাংসদ
অয়ন বাংলা,নিউজ ডেস্ক:- পরে অবশ্য কয়েকজন তাঁকে গ্রামে প্রবেশ করার অনুরোধ করেন। কিন্তু তা ফিরিয়ে দেন সাংসদ।
তিনি বলেন যে তিনি জোর করে গ্রামে ঢুকলে পরে এ নিয়ে অশান্তি হতে পারে, দলিত সম্প্রদায়ের হওয়ায় নিজের নির্বাচনী কেন্দ্রের একটি গ্রামে ঢুকতে পারলেন না বিজেপি সাংসদ এ নারায়ণস্বামী। চিত্রদুর্গা লোকসভা কেন্দ্রের গোল্লারাহাট্টি গ্রামে মূলত যাদব সম্প্রদায়ের বাস। এই গ্রামে নীচু জাতের কারোর প্রবেশ নিষেধ। তাই এখানে ঢুকতে দেওয়া হল না খোদ সাংসদকেও।
কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি প্রকল্পের আওতায় গোল্লাবাটি গ্রামে গৃহহীনদের জন্য নিখরচায় বাড়ি বানিয়ে দেওয়ার প্রকল্প উদ্বোধন করতে সেখানে যান এ নারায়ণস্বামী। কিন্তু গ্রামের বাইরেই তাঁকে আটকে দেন স্থানীয় বাসিন্দারা। এমনকি তিনি যে গ্রামের উন্নয়নের জন্যই সেখানে এসেছেন, সে কথাও মানতে নারাজ তাঁরা। গ্রামের বাইরেই তাঁর বসার ব্যবস্থা করে দেন গ্রামবাসীরা।
পরে অবশ্য কয়েকজন তাঁকে গ্রামে প্রবেশ করার অনুরোধ করেন। কিন্তু তা ফিরিয়ে দেন সাংসদ। তিনি বলেন যে তিনি জোর করে গ্রামে ঢুকলে পরে এ নিয়ে অশান্তি হতে পারে। তিনি মানসিকতা বদলানোর চেষ্টা করবেন, কিন্তু জোর করে সেখানে ঢুকবেন না।
সূত্র:-এই সময়