DYFI উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির সালারে
জৈদুল সেখ, সালার
এলাকার রক্তের সংকট মেটাতে প্রতিবছরের ন্যায় এ বছরেরও রক্তদান শিবিরের আয়োজন করল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFI সালার লোকাল কমিটি।
শনিবার সকাল দশটা থেকে সালারে DYFI এর উদ্যোগে এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
উপস্থিত ছিলেন DYFI এর কমরেড হাসিরুল ইসলাম, জাহাঙ্গীর সেখ, সৈয়দ নুরুল হাসান সহ একাধিক নেতৃত্ব।