গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির কর্মসুচি।
নিজস্ব সংবাদদাতা:- মুরশিদাবাদ জেলার সুতি -2 ব্লকের উমরাপুর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির কর্মসুচি অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার অর্থাৎ 26শে মে আর এই দিনে প্রায় 100 জন রক্ত দান করবে বলে খবর। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুতি-2 ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীরণ কৃষ্ণ মণ্ডল, উমরাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রবিকুল ইসলাম, লতিফুর রহমান, আজমাউল সেখ, আখতারুল সেখ, কাউসার সেখ সহ অন্যান্য সকল সদস্য এবং সরকারি কর্মচারীগণ। আরও জানা যায় যে, উমরাপুর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গন চত্বরে এই কর্মসূচি সফল হলো। পাশাপাশি তিনটি উপস্বাস্থ্য কেন্দ্রে চেয়ার টেবিল সহ বেশ কিছু সরঞ্জাম বিতরণ কর্মসূচি ও অনুষ্ঠিত হলো।