ভোট আসছে ভাট নয়, ভাবতে হবে!

Spread the love

 

আমরাই পারি সুন্দর দেশ গড়তে

১৩০ কোটির দেশে সাংসদের মত পদে অধিষ্ঠিত হতে হলে, যেখানে যুগোপযোগী অথচ মানবতা বিরোধী নয় এমন কূটকুশলী রাষ্ট্রকল্যাণমূলক সিদ্ধান্তগুলিকে দেশবাশী ও দেশের জন্য বাস্তবতায় রূপ দিতে — নিম্ন বর্ণিত বৈশিষ্ট সম্পন্ন যোগ্য প্রার্থী অতীব জরুরী—

১) মানবতাগুণ সম্পন্ন বা মিতভাষী,শান্তস্বভাবী, অ-অপরাধী, সাম্যবাদী, সর্বধর্ম সহনশীল, কপটতামুক্ত, সত্যবাদী, উপকারী প্রভৃতি৷
২) জ্ঞানী সেই জ্ঞানে যা দেশকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করে৷ বলা বাহুল্য, বিনোদন-জগতের স্টার যুবশক্তি ও অর্থনীতি এর জন্য কল্যাণকর নয়!
৩)সমাজ ও পার্শ্ববর্তী লোক যাকে ভয়ে নয়, বরং শ্রদ্ধা ও ব্যবহারে ভালবাসে৷ যে ধমকিয়ে নয়, ক্ষমা ও সহানুভূতি দিয়ে মানুষের মনকে জয় করতে পেরেছে৷
৪)বারমাস জনগণের পাশে ও উপকারে থাকে
৫) অর্থলোভ, ক্ষমতালোভ বিবর্জিত নিপাট ভদ্রলোক !
৬) যারা নিজের ও পরিবারের স্বার্থ ছাড়া , টাকা পয়সা ছাড়া— দেশ সমাজের বিন্দুমাত্র কল্যাণ বুঝেনা৷
৭) যার বিশেষ কোন সাব্জেক্টে ভাল জ্ঞান আছে ও ঐ বিষয়ে দখল রাখে৷
৮) যাকে দেখে মানুষ সমীহ করে অন্তর থেকে৷
৯) দেশ ও জাতির উন্নতিতে নিবেদিত প্রাণ শুধু কথায় নয়, কর্মেও৷
১০) যার দূরদর্শিতা ও ভাবনা-ক্ষমতা দেশ ও সমাজকে যাবতীয় অমঙ্গল ও অপরাধমূলক কাজ থেকে মুক্ত করতে পারবে৷ প্রভৃতি৷
জানি, এগুলি কিছুই মানা হবে না৷ ক্ষমতা ও টাকার লিপ্সা মানুষের বিবেককে অজ্ঞান করে রেখেছে৷ স্বার্থপরতা ও অকৃতঘ্নতা মানুষকে বেইমান বানিয়ে রেখেছে৷ অদূরদর্শিতা ও মূর্খতা মানুষকে বিভ্রান্ত করে রেখেছে৷ আর সবগুলিই শয়তানের এক-একটা ফাঁদ৷
এইভাবে, চলতে থাকলে সেই দিন আর বেশী দূরে নয় যেদিন মানুষ অন্ধকারের ঘন কালিমাতে এমনভাবে ডুবে যাবে যে সূর্য্য আর তর সইতে পারবেনা৷ ঘননিশির শেষলগ্নে আবার পরের দিনের প্রভাতের রবি আকাশ বিদীর্ণ করে গোটা জাতিকে আলো দেখাবে৷ শুরু হবে নতুন দিনের নতুন জীবণ , নতুন আলো!

আমরাই প্রথম, আমরাই এখনও সেরা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.