হাহাকার জলসংকট সামশের গঞ্জে
মাসুম আনসারী,অয়ন বাংলা, ধুলিয়ান,তীব্র গরমে তাঁর উপর উঠেছে পানীয় জলের সংকট।জল নেই সামশের গঞ্জে বেশ কিছু এলাকায় বেশিরভাগ টিউবওয়েল অকেজো হয়ে পড়েরয়েছে। জলের হাহাকার অসংখ্য এই গ্রামের মানুষ রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য সব দিক থেকেই পিছিয়ে এই সংখ্যালঘু অধ্যুষিত গ্ৰামের মানুষ। ভোট আসে প্রতিশ্রুতি ভরে যায় ভোটের শেষে আর কাউকে দেখা যায় না। কিন্তু অসহায় এলাকার বাসিন্দাদের জলসংটে কারও নজরে পড়ে না। এই গ্রামের পানীয় জলের সমস্যাটি আজ নতুন নয়। বহু পুরনো, দীর্ঘদিন থেকে পানীয়জলের সমস্যা চললেও প্রশাসনের কোনও ভ্রক্ষেপ নেই। শীতের দিনে কোনোরকমে জলের যোগান দেওয়া গেলেও গ্ৰীম্নের তাপপ্রবাহে চলে তীব্র হাহাকার সামশের গঞ্জে। গোটা গ্ৰমের প্রায় চার হাজার বসবাস করে এই গ্রামে। একমাত্র ভরসা গ্ৰামের শেষ মাথায় থাকা দু,টি টিউবওয়েল বিকল। সেখানে এক বালতি জলের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে পুরুষ থেকে শুরু করে মহিলা।