ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্টের মাধ্যমে বিদ্যালয়ে শৌচাগার সংস্কার,পানীয় জল ও হাত ধোওয়ার সুব্যবস্থা
মহঃ সফিউল আলম, অয়ন বাংলা :- বীরভূম: রাজনগর ব্লকের চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইসবপুর প্রাথমিক বিদ্যালয়ে ট্রাস্টের মাধ্যমে শৌচাগার সংস্কার, সাবান দিয়ে হাত ধোওয়ার নির্দিষ্ট পয়েন্ট নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা করা প্রভৃতি কাজগুলি সম্পন্ন হয়৷ ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্টের পক্ষ থেকে এন এস ই এর অর্থানুকূল্যে এই সব কাজ করা হয় বলে জানা যায়৷ অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক ও শিক্ষাপ্রেমী মানুষেরা এতে সন্তোষ প্রকাশ করেছেন৷ ধন্যবাদ জানিয়েছেন ট্রাস্টের কর্মকর্তা ও প্রতিনিধিদের৷
সোমবার উক্ত বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সাবান হাতে নিয়ে ছাত্র ছাত্রীরা হাত ধোওয়ার জায়গায় পৌঁছয়৷ সাবান দিয়ে হাত ধোওয়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এমন প্রয়াস তা বলাই যায়৷ স্বাস্থ্য সচেতনতার বার্তাও দেওয়া হয় পড়ুয়াদের৷ উক্ত অনুষ্ঠান তথা কর্মসূচীতে উপস্থিত ছিলেন হাইজিন এডুকেটর সহেলী মিত্র, ট্রাস্টের সুপারভাইজার প্রসেনজিৎ রায়চৌধুরী, রনিত সরকার, শুভজিৎ সাহা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রমুখ৷ ট্রাস্টের প্রতিনিধিদের পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজিৎ মন্ডল সহ অন্যান্যদের তৎপরতায় ও প্রচেষ্টায় এমন কাজ সুন্দরভাবে সমাধা হয়েছে বলে তাঁদের প্রশংসা করেন অনেকে৷ উল্লেখ্য, ট্রাস্টের পক্ষে সোমাশ্রী ম্যাডাম বিশেষ কাজে অন্যত্র ব্যস্ত থাকায় এদিন সেখানে উপস্থিত থাকতে পারেননি৷ তবে তাঁর সহকর্মীরা যথেষ্ট তৎপর ও সক্রিয় ছিলেন এদিন৷