অয়ন বাংলা নিউজ ডেস্ক,কলকাতা:- পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগামী ৮ই জুন, শনিবার বেলা ৩টা’য় প্রদেশ কংগ্রেস দপ্তর, বিধান ভবনে সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে জয়ী পশ্চিমবঙ্গ কংগ্রেসের সাংগঠনিক পর্যবেক্ষকদ্বয় গৌরব গগৈ ও ডঃ জাভেদ খান এবং অধীর রঞ্জন চৌধুরী ও আবু হাসেম খান চৌধুরী কে সম্বর্ধনা দেওয়া হবে ,প্রদেশ কংগ্রেস এর পক্ষ হতে।
গোটা রাজ্যের তৃণমূল এবং মমতা ব্যানাজী অধীর চৌধুরীকে হারানোর জন্য ,আপ্রাণ চেষ্টা করা হয়েছিল ,কিন্রু ফল দেখা গেল উল্টো।