অয়ন বাংলা ,প্রতিবেদন:-
পৌরাণিক স্তুপ বরহমিরিরের ঢিপি ( অক্ষাংশ২২°৪১৫১ ” উঃ , দ্রাঘিমাংশ ৮৮ ৪১ ‘ ১৮ ” পূঃ ) । বরাহমিহিরের ঢিপি যা খনামিহিরের ঢিপি নামেও পরিচিত তা হল বিশাল দুর্গ বেষ্টিত শহর চন্দ্রকেতু গড়ের অংশ । কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ সংগ্রহশালা ১৯৫৬-৫৭ সালে এখানে প্রত্নতাত্ত্বিক প্রথম খনন কার্য শুরু করেন । এখানে চতুর্থ খ্রী : পূর্ব প্রাকমৌর্য সময় থেকে দ্বাদশ খ্রী : পাল সময়ের সংস্কৃতির অবিছিন্ন ক্রম আবিষ্কৃত হয় । এই খননের খুব উল্লেখযােগ্য আবিষ্কার হল একটি উত্তর মুখী বহুভুজাকৃতি ইটের মন্দির । মন্দিরটির তিনদিকে রয়েছেপ্রক্ষিপ্ত অংশ এবং এটি সমচতুর্ভুজসদর দালানে যুক্ত হয়েছে । এই মন্দিরটিকে আগে গুপ্ত যুগের ভাবা হলেও এর নকশা ও স্থাপত্যশিল্প এবং সজ্জা পরিকল্পনা দেখে ধারনা হয় এটি পাল যুগের । এই খননকার্য্যে মাটির নীচ থেকে বুদ্ধের প্রতিমূর্তি , স্তুপ পােড়ামাটির ফলক যাতে বুদ্ধ ও জাতকের গল্প প্রতিফলিত হয়েছে , মুদ্রা , পােড়ামাটির শীলমােহর , পৌরাণিক পুতি প্রভৃতি প্রত্ন সামগ্রী পাওয়া যায় ১৯৬৩তারিখে ( ভাইড এস . ও ২৮১৯ ) এই স্তুপটিকে গুরুত্বপূর্ণ জাতীয় সৌধ ঘােষনা করা হয়েছে ।