বাংলায় করোনা’তে মৃতের সংখ্যা শতাধিক
পরিমল কর্মকার .কোলকাতা:- বাংলায় মৃতের সংখ্যা ক্রমশঃই বাড়ছে। ৩০ এপ্রিল বৃহস্পতিবার পর্য্ন্ত করোনা পজিটিভ মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১০৫ এ। তবে করোনা’র কারণে মৃত্যু হয়েছে ৩৩ জনের। বাকিদের কোমর্ডিবিটিতে মৃত্যু হয়েছে। এদিন এক সাংবাদিক বৈঠকে একথা জানান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।
নবান্নে এই সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা বলেন, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৩৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ফলে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ৫৭২। আর সর্বমোট সুস্থ হয়ে উঠছেন ১৩৯ জন।
সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব বলেন, আজ যতজন করোনা পজিটিভ রোগী এসেছে তার মধ্যে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনার থেকে এসেছেন বেশিরভাগ। মোট আক্রান্তের ৮০ শতাংশ এই তিন জেলার বাসিন্দা। হুগলী থেকেও কয়েকজন আক্রান্ত এসেছেন। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এই মুহূর্তে সংক্রমন জোনের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৪৪। কলকাতায় এই সংখ্যা ২৬৪।