নিউজ ডেস্ক,অয়ন বাংলা:-বঙ্গ বিজেপি কার্যত স্বীকার করে নিল বাংলায় বিজেপি যোগ্য প্রার্থীর অভাব। লোকসভা ভোটের আগে বিপক্ষ শিবিরের একের পর নেতাকে দলে টেনে চমক দিয়ে চলেছে বিজেপি। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, বোলপুরের সাংসদ অনুপম হাজরা নাম লিখিয়েছেন গেরুয়া শিবির। বৃহস্পতিবার নয়াদিল্লিতে গেরুয়া শিবিরে যোগ দিলেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন। তবুও বিজেপির যোগ্য প্রার্থী অভাব।
শুক্রবার সাংবাদিক বৈঠকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কবুল করে নিলেন বিজেপির কাছে যোগ্য প্রার্থী নেই। সে কারণেই সম্ভবত অন্য দল থেকে লোক ভাঙিয়ে আনতে হচ্ছে গেরুয়া শিবিরকে।
সাংবাদিক বৈঠকে এদিন দিলীপ ঘোষের কার্যত স্বীকার করলেন ”এটা ঠিক। জেতার মতো প্রার্থী আমাদের নেই। তবে বাংলার পরিবর্তন চান যাঁরা, তাঁরা আসছেন।যারা মোদীজির নেতৃত্বে ভারতের উন্নয়নে কাজ করতে চান, তাঁদের জন্য দরজা খোলা”।
দিলীপ ঘোষের দাবি, দু-একদিনের মধ্যেই ঘোষণা করা হবে প্রার্থী তালিকা।