পশ্চিমবঙ্গ রাজ্য IUML এর সম্মেলন অনুষ্ঠিত হল নদীয়ার বিক্রমপুরে
নিজস্ব সংবাদদাতা:- ১8তম IUML W.B. বিক্রমপুর, মথুরা (NH34) জেলায় 15/01/23 তারিখে রাজ্য প্রতিনিধিদের সম্মেলন ৷ নাদিয়া ডব্লিউবি প্রধান অতিথি জনাব, ইটি মোহাম্মদ বশীর এমপি সাহেব, আইইউএমএল জাতীয় সংস্থা। সচিব। জনাব কে এম আবু বকর প্রাক্তন বিধায়ক তামিলনাড়ু। এমপি মোহাম্মদ কোয়া আইইউএমএল জাতীয় সহকারী সম্পাদক এবং অন্যান্য রাজ্য নেতারা। নতুন কমিটির সদস্যদের নাম সভাপতি, মো. আবুল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন ও কোষাধ্যক্ষ ইদ্রিস আলী মন্ডল। WB রাজ্য কমিটির মোট সদস্য 39 জন।
গৌরবময় উপস্থিতি এবং সম্মেলনের প্রধান মুখ হিষাবে উপস্থিত ছিলেন আহম্মদ কুট্টি ন্যাশনাল .প্রধান অতিথি হিষাবে উপস্থিত ছিলেন ই টি মহম্মদ বাসির ন্যাশনাল সেক্রেটারী IUML.
Special Guset Add রহমতুল্লা
এছাড়াও উপস্থিত ছিলেন
প্রাক্তন MLA তামিলনাড়ু বিধানসভা K.A.M.মহঃ আবু বাক্কার .ও মহঃ আসরাফ।
এই সম্মেলনে নতুন রাজ্য কমিটি ও পরবর্তী কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচনা হয় । এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।