কংগ্রেস করার অপরাধে বাড়ির বিদ্যুৎ কানেকসন ছিন্ন করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Spread the love

নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা:- কংগ্রেস করার অপরাধে এক কংগ্রেস কর্মী বাড়ির বিদ্যুতের কানেকশন ছিন্ন করে দিয়েছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের দু’নম্বর শীর্শা গ্রাম পঞ্চায়েতের কালগেড্যা গ্রামের বাসিন্দা ।
সেখ মুসলেম উদ্দিন দীর্ঘ দিন ধরে কংগ্রেস দল করার অপরাধে তাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়।এমনকী সেখ রাজনের দোকান বন্ধ করে দেওয়ারও অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।ঘাটাল লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোহাম্মদ সাইফুল বৃহস্পতিবার ভোট প্রচারে বেরিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এলাকায়,সেই সময় কেশপুরের এই অমানবিক ঘটনার খবর কানে আসতেই তিনি তড়িঘড়ি ছুটে যান কেশপুর এলাকায়,কথা বলেন কংগ্রেস কর্মী শেখ মুসলেম উদ্দিনের সঙ্গে
মুসলেম উদ্দিন জানান “আমি দীর্ঘ দিন ধরে কংগ্রেস দল করে আসছি,এমনকি একবার কংগ্রেস হয়েও পঞ্চায়েত প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলাম,এখন বর্তমানে তৃণমূলের কিছু সন্ত্রাস বাহিনী আমার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় এমনকি বাজার ঘাট যেতে বাধা দেওয়া হয়,আমাকে ধীরে ধীরে এক ঘরে করে দিচ্ছে তৃণমূলের সন্ত্রাস বাহিনী” এমনই অভিযোগ করেন কংগ্রেস কর্মী।

এই প্রসঙ্গে ঘাটাল লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোহাম্মদ সাইফুল বললেন এই বিষয় নিয়ে পুলিশ সুপারের সঙ্গে কথা বলব বলে জানান। আজ গোটা বাংলায় বিরোধী শূণ্য নোংরা রাজনীতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.