শুভেন্দু কি বিজেপিতে যাচ্ছেন? কী বললেন তার বাবা শিশির অধিকারী
ওয়েব ডেস্ক:- রাজ্য রাজনীতিতে চলছে চরম জল্পনা কল্পনা । এরই মাঝে মুুুখ খুললেন শিশির অধিকারী কি বললেন দেখুন ।
গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে গুঞ্জন শোনা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক শুভেন্দু অধিকারীকে নিয়ে। তিনি কি বিজেপিতে যোগ দিচ্ছেন? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। এবার সেই প্রশ্নের মুখোমুখি হলেন রাজ্যের পরিবহন মন্ত্রীর বাবা শিশির অধিকারী।
স্বাধীনতা দিবস উপলক্ষে ঝাড়গ্রামে কয়েক হাজার শবর পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন শুভেন্দু অনুগামীরা। সেই সময় তাদের বুকে আঁটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির বদলে জাতীয় পতাকার ছবি ও শুভেন্দু অধিকারীর ছবি। অন্যদিকে, মেদিনীপুরের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর নানা পোস্টার পড়ে। তাতে তৃণমূল নেতার বদলে সমাজসেবী শুভেন্দু অধিকারীর নামে পোস্টার ছাপা হয়েছে। তা থেকে রাজনৈতিক মহলের একাংশের অনুমান পরিকল্পিতভাবেই কি সরকারের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন তিনি। কারণ ওই পোস্টারে তৃণমূলের নাম তো দূরের কথা প্রতীকও ছিল না খবর।
সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যে সাংগঠনিক রদবদল হয়েছে তাতে শুভেন্দু অধিকারীর গুরুত্ব অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। যে জঙ্গলমহলে তার একচ্ছত্র আধিপত্য বিস্তারের সুযোগ দিয়েছিল দল সেখানে এখন ছত্রধরকে দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ নন্দীগ্রাম আন্দোলনের কান্ডারি এই শুভেন্দুই। এমনকি রাজ্য কর্মচারী ফেডারেশনের দায়িত্ব থেকেও তাকে সরানো হয়েছে। পরিবহন মন্ত্রী হলেও এখন ঐ দপ্তরের কাজ সরাসরি মুখ্যমন্ত্রী নিজেই দেখছেন।
এত কিছুর মধ্যে হঠাৎ তিনি প্রায় একদিনের জন্য নিখোঁজ হয়েছেন বলেও রটে যায়। আর দুয়ে দুয়ে চার করে জল্পনার পারদ আরও বৃদ্ধি পায়। তাহলে কি শুভেন্দু এবার বিজেপিতে যোগ দিচ্ছেন?
যদিও বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হতেই মিথ্যা খবর দাবি করে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে আইনি নোটিশ ধরান শুভেন্দু।
এবার শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজ্য জুড়ে যে গুঞ্জন উঠেছে তা নিয়ে মন্তব্য করলেন তার বাবা শিশির অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে দলীয় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাঁথির সাংসদ বলেন, “শুভেন্দু একজন দায়িত্বশীল নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধি। তিনি জানেন কী তার করনীয়। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আরও বলেন, বিষয়টি নিয়ে শুভেন্দুকে জিজ্ঞাসা করুন। আর যারা এই জল্পনার করা বলে বেড়াচ্ছেন তাদের জিজ্ঞাসা করুন।” একই সঙ্গে বিজেপি সম্পর্কেও কটাক্ষের সুরে শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী বলেন, “ওই দলের নাম আমি মুখেও আনতে চাই না।”