সপ্তাহে ২ দিন লকডাউনের উদ্দেশ্য কি, প্রশ্ন আমজনতার
♦পরিমল কর্মকার (কলকাতা) : যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যে পালিত হচ্ছে লকডাউন রীতি। বৃহস্পতিবার কলকাতার অধিকাংশ অঞ্চল পরিক্রমা করে এমনটাই চিত্র উঠে এলো সংবাদমাধ্যমের ক্যামেরায়। রাস্তা-ঘাট একেবারে শুনসান। দোকানপাট বন্ধ। কোথাও কোনও জনমানসের দেখা মিললেই কড়া হাতে তা মোকাবিলা করেছে রাজ্যের পুলিশ।
তবে এই লকডাউন বন্ধের বিষয় অবশ্য মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে রাজ্যের মানুষের কাছ থেকে। অনেকেই বলছেন, করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে এই লকডাউনের দরকার ছিল।
অন্য দিকে, রাজ্যের অধিকাংশ মানুষের বক্তব্য, সপ্তাহে ২ দিন বন্ধ করলেই কি সংক্রমণ আটকে যাবে ? কোন বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা আছে, যে সপ্তাহে ২ দিন বন্ধ রাখলেই করোনা সংক্রমণ রোখা সম্ভব ? যদি এমন কোনও ব্যাখ্যা সরকারের কাছে না থাকে, তবে আবার লকডাউনের প্রয়োজনীয়তা কোথায় ?
অভিযোগ, দীর্ঘদিন লকডাউন থাকায় একেই সাধারণ মানুষ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছেন। তার উপর এই ধরনের লকডাউনের ফলে সাধারণ মানুষের জীবন জীবিকা নির্বাহ করা দুঃসাধ্য হয়ে উঠবে বলে অভিযোগ রাজ্যের মানুষের।