সব মুসলিম ছেলেকে মারো, শিক্ষিকা বলছেন ছাত্রদের
ওয়েব ডেস্ক :- এ কোন সমাজ ,এ কেমন সংস্কৃতি । ।এ কেমন অমানিবকতা .যোগীর রাজ্যে এক ছাত্রকে মারতে বলছেন শিক্ষিকা, আরও জোরে মারতে বলছেন। ক্লাস ঘরে শিক্ষিকা বলছেন, মুসলিম সব ছাত্রকে মারো।
ভিডিও’র সত্যমিথ্যা নিশ্চিত হয়নি। ঘটনা কবে ঘটেছে তা-ও স্পষ্ট নয়। তবে উত্তর প্রদেশের মুজফফরনগরের পুলিশ জানিয়েছে, খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ভিডিও ছড়িয়ে পড়তে স্পষ্ট হয়েছে রাজনীতির বিভাজন সমাজকে কিভাবে ভাঙছে।
একাংশের বক্তব্য, উত্তর প্রদেশের খুব্বরপুরের নেহা পাবলিক স্কুলের এই ঘটনা। ভিডিও’তে দেখা যাচ্ছে এক শিশু কাঁদছে। শিক্ষিকাকে বলতে শোনা যাচ্ছে, ‘তোমরা মারছ? আরও জোরে মার।’ এরপর বলছেন, ‘মুসলিম সব শিশুকে মারো।’ শোনা যাচ্ছে শিশুটির কোমরে মারতেও বলেছেন ওই শিক্ষিকা।
উত্তর প্রদেশে সরকার বিজেপি’র, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তীব্র বিভাজনই রাজনীতির মূলধন বিজেপি’র। তবে কেবল উত্তর প্রদেশই নয়। দেশের সর্বত্র প্রায় বিদ্বেষের রাজনীতি প্রভাব ফেলছে সমাজে। সম্প্রতি ট্রেনের মধ্যে গুলি চালিয়ে চার যাত্রীকে হত্যার ঘটনায় যুক্ত রেলের রক্ষীর মুখে মুসলিম বিদ্বেষ স্লোগান শোনা গিয়েছে স্পষ্ট। এবার স্কুলে, শিক্ষিকার মুখেও বিদ্বেষ, অভিভাবকরা যাঁদের ভরসায় শিশুদের পাঠান স্কুলে।
ঘটনার তীব্র নিন্দা করেছে সিপিআই(এম)। পার্টির পক্ষে বলা হয়েছে, ‘সব কা সাথ’ স্লোগানের নামে কী হচ্ছে দেখুন। ঘৃণার রাজনীতিকে ধিক্কার, যে রাজনীতি শিশুদেরও ছাড়ে না।’ ওই শিক্ষিকাকে বরখাস্ত করার দাবিও তুলেছে সিপিআই(এম)।
সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে, শিশুটির বাবা এত কিছুর পরও থানায় অভিযোগ দায়ের করেননি। একটি ইংরেজি দৈনিকের সাংবাদিককে তিনি বলেছেন, ‘মিটমাট করে নিচ্ছি। ছেলেকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে আসব। কথা হয়ে গিয়েছে।’
(সূত্র: গণশক্তি)