ভোটের ফলাফল যাইহোক না কেন, বিজেপি ও তৃণমূল কোনও দলকেই সমর্থন নয়, প্রেসক্লাবে মন্তব্য সূর্যকান্ত মিশ্রের
পরিমল কর্মকার (কলকাতা) : ভোটের ফলাফল যাইহোক না কেন, ভোটের পর কোনও অবস্থাতেই বিজেপি কিংবা তৃণমূলকে সমর্থন করবে না বামেরা…. বৃহস্পতিবার (৮ এপ্রিল) কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সাফ জানিয়ে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
এদিন তিনি বলেন, বাম একটা নীতি নিয়ে চলে। তারা রাজনীতির নোংরা খেলায় থাকে না। তিনি আরও বলেন, বিজেপি আর তৃণমূল একই মুদ্রার দুই পিঠ। তাই এদেরকে সমর্থন ও বিশ্বাস করার প্রশ্নই নেই। ফলাফল ত্রিশঙ্কু হলে তাদের দল কি এই দুই দলের কাউকেই সমর্থন করবে না….. সাংবাদিকদের এমনই এক প্রশ্নে তিনি সরাসরি বলেন, কেন্দ্র ও রাজ্যে ক্ষমতাসীন এই দুই দলই দুর্নীতিতে ডুবে রয়েছে। তাই বিগত দিনের ইতিহাস দেখে বাম নিজেদের গায়ে কাঁদা মাখতে রাজি নয়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, স্বাস্থ্যসাথী সফল প্রকল্প…. এই প্রশ্নে, সূর্যবাবু বলেন, এত সফল প্রকল্প যাতে স্বাস্থ্যসাথী কার্ড আছে শুনলেই কোনও বেসরকারি হাসপাতাল রোগী ভর্তি নেয় না। এইসঙ্গেই বিভিন্ন বিষয় নিয়ে মমতা ও মোদীর তীব্র সমালোচনা করেন তিনি।