২০২৪ এ বহরমপুর লোকসভায় কে জিতবে ?কি বলছে পরিসংখ্যান

Spread the love

2024 এ লোকসভা নির্বাচন,হাতে গোনা কয়েকটা মাস- কে জিতবে বহরমপুর লোকসভায়.?

প্রতিবেদন:-    আবার কি অধীর চৌধুরী জিতে পার্লামেন্টে যাবেন

,না কি ,অধীর চৌধুরীর বিজয় রথ থেমে যাবে ?

বাংলার হাইভোল্টেজ লোকসভা কেন্দ্র এই বহরমপুর .

2024 এ কি কংগ্রেস এই আসনটি ধরে রাখতে পারবে .
অধীর চৌধুরী কি আবার জিতবে ?

কি বলছে পরিসংখ্যান আসুন জেনে নিই-

বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট সাতটি বিধানসভা কেন্দ্র-

সেগুলি হল, বহরমপুর, বড়ঞা, রেজিনগর, নওদা, কান্দি, ভরতপুর ও বেলডাঙা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় বহরমপুর কেন্দ্রে মোট ভোটার ছিল১৬ লক্ষ বত্রিশ হাজার ৮৭। আর বুথের সংখ্যা ছিল একহাজার ৮৪৪টি। মোট ভোট পড়েছিল ৭৯.১ শতাংশ।

 

সব মিলিয়ে বহরমপুর লোকসভা আসনে মুসলিম জনস্ংখ্যার হার ৫৫.২৩ শতাংশ। আর হিন্দু জনসংখ্যার হার ৪৪.৪৪ শতাংশ। অর্থাৎ দেখা যাচ্ছে বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর ভাগ্য ঝুলে রয়েছে মুসলিম ভোটারদের উপর।

ভোট বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি ৪৫.৯৯ শতাংশ ভোট পেয়েছিলেন। তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার পেয়েছিলেন ৩৯.৭৭ শতাংশ ভোট। আর বিজেপি পেয়েছিল মাত্র ১১.০২ শতাংশ ভোট। তবে, ২০২১ সালের বিধানসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাবে যে সাতটি বিধানসভা কেন্দ্র বহরমপুর লোকসভা আসনের অন্তর্গত সেগুলিতে মিলিতভাবে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৫০.১ শতাংশ ভোট। বিজেপি পেয়েছে ৩১.৬ শতাংশ ভোট আর কংগ্রেস পেয়েছে মাত্র ১৫.১ শতাংশে ভোট। ফলে বোঝাই যাচ্ছে, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বহরমপুর আসন থেকে অধীর চৌধুরি কংগ্রেস প্রার্থী হলেও তার জেতার পথ মসৃণ নয়। সেক্ষেত্রে ইন্ডিয়া জোট বহরমপুর আসন কংগ্রেসকে দিলে তবেই তিনি নিশ্চিন্ত হতে পারে।

2019 লোকসভা ভোটে
বড়ঞা বিধানসভা কেন্দ্রে অধীর চৌধুরী ভোট
পেয়েছিল 65 হাজার 513

BJP- পেয়েছিল 29হাজার 902

T.M.C- 61হাজার 712 .

অধীর চৌধুরীর T.M.C থেকে লিড ছিল -3হাজার 801 ভোটে ।

কিন্তু 2021 এর বিধানসভা ভোটে এই বড়ঞা কেন্দ্রে .

T.M.C-81হাজার 890

B.J.P-79 হাজার 141
Cong-12 হাজার 260.

69হাজার 630 ভোটে পিছিয়ে কংগ্রেস।

এবার দেখব কান্দী বিধানসভা কেন্দ্রে

2019 লোকসভা ভোটে
অধীর চৌধুরী ভোট পেয়েছিল 95 হাজার 290.

BJP-12 হাজার 592

T.M.C- 59 হাজার419.

অধীর চৌধুরীর T.M.C থেকে লিড ছিল 35 হাজার 871. ভোটে ।

কিন্তু 2021 এর বিধানসভা ভোটে এই কান্দী বিধানসভা কেন্দ্রে

.T.M.C-95হাজার 399

B.J.P-57হাজার 319

Cong-27হাজার555

67হাজার 844 ভোটে পিছিয়ে তৃণমূলের থেকে।

এবার দেখব ভরতপুর বিধানসভা কেন্দ্রে

2019 লোকসভা ভোটে
অধীর চৌধুরী ভোট
পেয়েছিল -73হাজার 511.

BJP-14হাজার 395

T.M.C- 81হাজার 200

অধীর চৌধুরীর T.M.C থেকে পিছিয়ে ছিল 7হাজার 689. . ভোটে ।

কিন্তু 2021 এর বিধানসভা ভোটে এই ভরতপুর বিধানসভা কেন্দ্রে .

T.M.C-96হাজার 226.

B.J.P-53হাজার 143.

Cong- 30হাজার 116.

66হাজার 110 ভোটে পিছিয়ে কংগ্রেস।

এবার দেখব রেজিনগর বিধানসভা কেন্দ্রে

2019 লোকসভা ভোটে
অধীর চৌধুরী ভোট পেয়েছিল -64 হাজার 309.

BJP-23হাজার 41
.T.M.C- 99হাজার 691

অধীর চৌধুরীর T.M.C থেকে পিছিয়ে ছিল 35হাজার 382. . ভোটে ।

কিন্তু 2021 এর বিধানসভা ভোটে এই রেজিনগর বিধানসভা কেন্দ্রে .

T.M.C-1লক্ষ 18হাজার494

B.J.P- 50হাজার 226.
Cong- 37হাজার 282.

81হাজার 212 ভোটে পিছিয়ে কংগ্রেস।

এবার দেখব বেলডাঙ্গা বিধানসভা কেন্দ্রে

2019 লোকসভা ভোটে
অধীর চৌধুরী ভোট পেয়েছিল -80হাজার 904.

BJP-18হাজার 790 .
T.M.C- 83হাজার 992

অধীর চৌধুরীর T.M.C থেকে পিছিয়ে ছিল 3088 . ভোটে ।

কিন্তু 2021 এর বিধানসভা ভোটে এই বেলডাঙ্গা বিধানসভা কেন্দ্রে .

T.M.C-1লক্ষ 12হাজার 862
B.J.P-59হাজার 30
Cong-26হাজার949.

85হাজার 913 ভোটে পিছিয়ে কংগ্রেস।

এবার দেখব বহরমপুর বিধানসভা কেন্দ্রে

2019 লোকসভা ভোটে
অধীর চৌধুরী ভোট পেয়েছিল -1লক্ষ 30হাজার 190

BJP-25হাজার 165 .
T.M.C- 41হাজার 129

অধীর চৌধুরীর T.M.C থেকে এগিয়ে ছিল 89হাজার 61 . ভোটে ।

কিন্তু 2021 এর বিধানসভা ভোটে এই বহরমপুর বিধানসভা কেন্দ্রে .

T.M.C- 62হাজার 488

B.J.P- 89হাজার 340

Cong-40হাজার 167

22হাজার 321ভোটে পিছিয় কংগ্রেস।

এবার দেখব নওদা বিধানসভা কেন্দ্রে

2019 লোকসভা ভোটে
অধীর চৌধুরী ভোট পেয়েছিল -79হাজার 863.

BJP-17 হাজার 347 .
T.M.C- 82 হাজার 743

অধীর চৌধুরীর T.M.C থেকে পিছিয়ে ছিল ২হাজার ৮শো ৮০. ভোটে ।

কিন্তু 2021 এর বিধানসভা ভোটে এই নওদা বিধানসভা কেন্দ্রে

.T.M.C-
১লক্ষ১৭হাজার ৬ ৮৪
B.J.P-৪৩হাজার ৫৩১

Cong-৩১হাজার ৫৮৮

৮৬হাজার ৯৬ভোটে পিছিয়ে কংগ্রেস।

 

 

2019 লোকসভা ভোটে অধীর চৌধুরী ভোট পেয়েছিল -.
৫লক্ষ ৮৯হাজার ৫৮০

B.J.P ভোট পেয়েছিল-১ লক্ষ ৪১ হাজার ২৩১

T.M.C প্রার্থী অপূর্ব সরকার ভোট পেয়েছিল .৫ লক্ষ ৯ হাজার ৮৮৬

অধীর চৌধুরী ভোটে জিতেছিল -৭৯ হাজার ৬৯৪ ভোটে .

 

2021 এর বিধানসভা নিরিখে বহরমপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস মোট ভোট পেয়েছে -৬ লক্ষ ৮৫ হাজার ৪৩

বিজেপি পেয়েছে – চার লক্ষ একত্রিশ হাজার ৭২৩

আর কংগ্রেস ভোট পেয়েছে ২ লক্ষ ৫ হাজার ১৭

2021 এর বিধানসভা নিরিখে তৃণমূল কংগ্রেস , চার লক্ষ ৭৯ হাজার ১২৬ভোটে কংগ্রেসের থেকে এগিয়ে ।

বিজেপির এর থেকে তৃণমূল দু লক্ষ তিপান্ন হাজার তিনশো কুড়ি ভোটে এগিয়ে।

এখন দেখার 2024 এ শেষ হাসিটা কে হাসে ?

তবে পরিসংখ্যান পরিসংখ্যানই .এর কোন প্রভাব নেই ভোটের বাক্সে .জনগণই শেষ কথা বলে ,জনগণই ঠিক করবে কে জিতবে কে হারবে ।

এখনও সময় আছে INDIA জোট তৈরী হয়েছে । দেখা যাক নতুন বছরে কি নতুন সমীকরণ আসছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.