বিধায়কের উপস্থিতে শীতবস্ত্র বিতরণ ও ক্রীড়া প্রতিযোগিতা
মোমিন আলি লস্কর জয়নগর -জয়নগর থানার জয়নগর এক নম্বর ব্লকের হরিনারায়নপুর অঞ্চলের হরিনারায়নপুর গ্ৰামে কামাল উদ্দিন মন্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় ও হরিনারায়নপুর গ্ৰামবাসীদের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও হাডুডু খেলা এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। রক্তদান শিবিরে সর্বমোট ১০০ জন রক্তদাতা এখানে রক্তদান করেন ওম ব্লাড ব্যাংকের সহযোগিতায় এবং হরিনারায়নপুর গ্ৰামবাসীদের ও কামাল উদ্দিন মন্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় থ্যালাসেমিয়াম রোগীদের সাহায্যের উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাস উপস্থিত হয়ে রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরন নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমি দেখেছি ক্লাবে, কোন সংস্থার, এবং বিভিন্ন পার্টিতে এই সমস্ত স্বেচ্ছাসেবক কাজ হয়ে থাকে । কিন্তু হরিনারায়নপুর গ্ৰামবাসীদের সহযোগিতায় আজ যে সামাজিক মুলক অনুষ্টান অনুষ্ঠিত হল তাহা খুব তাৎপর্যপূর্ণ অনুষ্টানের ভূমিকা অর্জন করেছে।আরো ভালো হতো যদি আমার সঙ্গে আগে আলোচনা করতো এই সমস্ত ইয়ং ছেলেরা। তিনি কামাল উদ্দিন মন্ডল কে উদ্দেশ্যে বলেন শীতের সময় রক্তের চাহিদা তেমন বেশি নয়।আমি বলবো যদি পারেন গরম কালে রক্তদান শিবির করবেন তার আরো বেশি সাধারণ মানুষ উপকৃত হবে।আর একটা কথা গ্ৰামবাসীদের সহযোগিতায় কিছু টাকা একত্রে করে এতবড় অনুষ্ঠান ও তার সঙ্গে গ্ৰামের অসহায় দরিদ্র দুঃস্থ এতিম মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাতে শীতবস্ত্র প্রদান কর্মসূচী পালন করেছেন তার জন্য আমি সমস্ত গ্ৰামবাসীদের আমার পক্ষথেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালো বাসা জানাচ্ছি। সবাইকে এই রকম মহৎ কাজে সহযোগিতা হাত বাড়ানোর অনুরোধ রাখলাম।
অনুষ্টানে উপস্থিত ছিলেন জয়নগর কেন্দ্রর বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাস, প্রতাপাদিত্য অধিকারী ,মাতিন, হরিনারায়ণপুর অঞ্চলের প্রাক্তন উপপ্রধান মোস্তাকিম মোল্লা। হরিনারায়ন অঞ্চলের জয় হিন্দ বাহিনীর সভাপতি তপন কুমার মন্ডল, সদস্য আউব আলি মোল্লা,অনুষ্ঠানের সভাপতি ছিলেন রাকিব লস্কর সেক্রেটারি রৌফ লস্কর সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তিবর্গগন