নিউজ ডেস্কক :- ব্যাঙ্ক বেসরকারীকরণ নিয়ে মোদী সরকার যেন উদার । এখন দেশে থাকবে এসবিআই সহ মাত্র চারটি ব্যাঙ্ক। বাকি ব্যাঙ্ক বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। ব্যাঙ্কিং সেক্টরে বড়সড় পরিবর্তনের পথে হাঁটতে চাইছে কেন্দ্র। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পরিচালন ব্যবস্থাকে পুরোপুরি কর্পোরেট ধাঁচের করে তোলা এবং একঝাঁক ব্যাঙ্ককে ধীরে ধীরে বেসরকারিকরণের লক্ষ্যমাত্রা নিয়েছে মোদি সরকার। এছাড়া, আরও কিছু ব্যাঙ্ককে পরস্পরের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্ক সংস্কার সংক্রান্ত একটি ব্লু প্রিন্ট ইতিমধ্যেই তৈরি করে সরকারকে জমা করেছে নীতি আয়োগ। চলতি আর্থিক বছরেই ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে পরস্পরের সঙ্গে মিশিয়ে দিয়ে চারটি ব্যাঙ্কে পরিণত করা হয়েছিল। এবার ব্যাঙ্কের সংখ্যা ও ব্যাঙ্কিং সেক্টরের আয়তন আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কেন্দ্র চাইছে চারটি স্বয়ংসম্পূর্ণ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব বরোদা এবং কানাড়া ব্যাঙ্ক থাকবে সরকারের হাতে।
পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব মহারাষ্ট্র, ইউকো ব্যাঙ্ককে বিক্রির সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আর বাকি কিছু ব্যাঙ্কের অংশীদারিত্ব বিক্রি করে বেসরকারিকরণ করা হবে। প্রাথমিকভাবে এই ব্যাঙ্কগুলোর ২৬ শতাংশ শেয়ার বিক্রি করা হবে। বাকি অংশ থাকবে কেন্দ্রের হাতেই। এই বেসরকারিকরণ প্রক্রিয়া যদি সম্পূর্ণ না হয়, তবে সেগুলিও মিশিয়ে দেওয়া হবে চারটি প্রধান ব্যাঙ্কের সঙ্গে।
একই সঙ্গে আসছে স্বেচ্ছাবসর সংক্রান্ত তাৎপযপূর্ণ সিদ্ধান্ত। ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া নতুন স্বেচ্ছাবসর প্রকল্প ঘোষণা করেছে। অন্য কয়েকটি ব্যাঙ্কের ক্ষেত্রেও বিশেষ অবসর প্রকল্প চালুর প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ব্যাঙ্কিং সংস্কারের অন্যতম প্রধান পরিকল্পনা হল স্বেচ্ছা অবসর প্রকল্প। স্টেট ব্যাঙ্ক ইতিমধ্যেই সেকেন্ড ইনিংস ট্যাপ ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম ঘোষণা করে দিয়েছে।
মোদি সরকার যেন সরকারী সম্পত্তি বেসরকারীকরণের সিদ্বহস্ত।