ওয়েব ডেস্ক,কাজী ফজলুল্লাহ ,অয়ন বাংলা :- মেয়ে হয়ে জন্মানো আর পাপ নয় গর্বের ,এই রকম এক তথ্য অয়ন বাংলায়।
নামঃ সমাপ্তী মন্ডল।
বাড়িঃ পশ্চিমবঙ্গের হাবড়া থানার অন্তর্গত কুমড়া পঞ্চায়েতের আনখোলা গ্রাম।
শিক্ষাগত যোগ্যতাঃ “ভূগোল অনার্স গ্র্যাজ্যুয়েট”
পেশাঃ কৃষিকাজ।
সমাপ্তী তাঁর পুত্রাভিলাষী বাবা মায়ের ষষ্ঠ তথা অন্তিম কন্যা। বাবা গত হয়েছেন ৪ বছর আগে। চার দিদি বিবাহিত । চার বিঘা জমি, দুটি বলদ, মা ও এক অবিবাহিত দিদিকে নিয়ে তার সংসার। মেধাবী দিদি টি সরকারি চাকরির দ্বারপ্রান্ত থেকে বারবার প্রত্যাখ্যাত ও অবসাদগ্রস্ত।
তাই সমাপ্তী এখন ধরেছে জমি ও সংসারের হাল। মন-প্রাণ দিয়ে অত্যন্ত গর্বের সঙ্গেই সে এই কাজটি করছে। দেশ ও সমাজের হাল ধরতেও তাঁর এই শক্তিশালী হাত একদিন সক্ষম হবে বলেই মনে হয়।
সমাপ্তির এই পথ চলা সফল হোক…
আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা..
কৃতজ্ঞতা স্বীকারঃ ডঃ প্রণব কুমার দাশ
ডিপার্টমেন্ট অফ্ জিয়োগ্র্যাফী
শ্রী চৈতন্য কলেজ, হাবরা.