বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস, মুর্শিদাবাদ জেলায় জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থা সিনির উদ্যোগে একটি ট্যাবলো সূচনা
মৌমিতা গোস্বামী,অয়ন বাংলা নিউজ,বহরমপুর:- আজ বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস। মুর্শিদাবাদ জেলায় জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থা সিনির উদ্যোগে একটি ট্যাবলো সূচনার মাধ্যমে দিবসটি পালন করা শুরু হলো। চারদিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে বাচ্চাদের শিশু শ্রমের বিরুদ্ধে, স্কুলে যাওয়ার পক্ষে ও শিশুশ্রম আইন সম্পর্কে সচেতন করা হবে এই ট্যাবলোর মাধ্যমে। ট্যাবলোটি পাঁচটি সাব ডিভিশনেই ঘুরবে আগামী চার দিন ধরে। এই ট্যাবলুর যাত্রা শুরু হল আজ বহরমপুর প্রশাসনিক কার্যালয় থেকে। সূচনা কালে উপস্থিত ছিলেন – ডেপুটি লেবার কমিশনার চন্দন বণিক , ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার নীলাঞ্জন বিশ্বাস ,ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন অফিসার অর্জুন দত্ত এবং অন্যান্য জেলা আধিকারিকগণ।
এখানে উপস্থিত ছিলেন একটি শিশু যার আঁকা ছবিতে ফুটে উঠেছে শিশুশ্রমের ফলে শিশুদের কতটা কষ্ট হয় ও শারীরিক পরিশ্রম হয়। এই ছবিটি আজ ট্যাবলোতে ব্যানার হিসাবে স্থান পেয়েছে। সেই শিশুর নাম সন্দীপ বিশ্বাস, দশম শ্রেণীতে পাঠারত। এভাবেই ট্যাবলোর সূচনা করা হলো যেটি বিভিন্ন বাজার এলাকায় ঘুরবে, শিশুশ্রমিক না রাখার জন্য সচেতন করে তুলবে। ডেপুটি লেবার কমিশনার চন্দন বণিক মহাশয় বলেন “আজকের দিনটি গুরুত্বপূর্ণ কারণ বিশ্বজুড়ে যে শিশুরা অবহেলিত হচ্ছে তাদের জন্য United Nations আজকের দিনটি ঘোষণা করেন। শিশুরা হচ্ছে ফুলের মত নরম কোমল। তাদের দিয়ে কখনোই কোনো কাজ করানো উচিত নয় এই উদ্দেশ্যেই ভারতবর্ষে শিশুশ্রম বিরোধী আইন চালু হয়। এতে বলা হয়েছে কোনও শিশুকেই কাজে যুক্ত করা যাবে না এবং ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোর কিশোরী কোনও কিছুই ঝুঁকিপূর্ণ কাজ করবে না। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন অফিসার অর্জুন দত্ত মহাশয় সন্দীপ বিশ্বাস কে পুরস্কৃত করেন। ” সিনির পক্ষ থেকে এসিস্ট্যান্ট ডিরেক্টর শ্রী জয়ন্ত চৌধুরী মহাশয় বলেন – “জেলা প্রশাসন ও সিনির উদ্যোগের ফলে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে। মানুষ নিজের অজান্তেই অনেক রকম অপরাধ করে ফেলে তবে ট্যাবলোর প্রচারের মাধ্যমে আইন সম্পর্কে সচেতন হবেন বলে মনে করা হচ্ছে। “