বিশ্ব পর্যটন দিবস মোদীর ১৮টি ছবি দিয়ে পালন করল কংগ্রেস শুরু হয়েছে জোর বিতর্ক

Spread the love

শয়ন বসংলা, ওয়েবডেস্ক:- নরেন্দ্রমোদী বেশীরভাগ সময় বিদেশেই কাটান তাই পযর্টন দিবসে মোদিকেই নিশানা কংগ্রেসেরঙ আজ ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস। এদিন কংগ্রেস সোশ্যাল সাইটে দেশবাসীর উদ্দেশে ছবি পোস্ট করল, কিন্তু তাতেও রয়েছে রাজনীতি। বিশ্ব পর্যটন দিবসে প্রধানমন্ত্রীর ১৮টি ছবি পোস্ট করে চূড়ান্ত বিদ্রুপ করল কংগ্রেস। ছবি দিয়ে তাতে লেখা, ‘হ্যাপি ওয়ার্ল্ড ট্যুরিজম ডে।’

যে ১৮টি ছবি কংগ্রেস পোস্ট করেছে তার প্রত্যেকটিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানের সামনে দাঁড়িয়ে রয়েছেন। এক একটি ছবিতে এক এক বেশে প্রধানমন্ত্রী। কোনওটায় পাঞ্জাবি জহর কোট, কোনওটায় শার্ট বা স্যুট। দু’একটি ছবিতে দর্শকদের উদ্দেশে হাত নাড়ছেন প্রধানমন্ত্রী। বিশ্ব পর্যটন দিবসে এই ধরনের রাজনৈতিক বিদ্রুপকে অনেকেই ভাল চোখে দেখছেন না। নেটিজেনদের একাংশের মতে, সবকিছু নিয়ে রাজনীতি করাটা কংগ্রেসের বোকামো।

তবে প্রধানমন্ত্রী বিদেশ ভ্রমণ নিয়ে এই প্রথম কটাক্ষ করছে না কংগ্রেস নেতৃত্ব। এক আগে একাধিকবার তাঁর বিদেশসফর নিয়ে একহাত নিয়েছে ‘হাত’। মূলত, নরেন্দ্র মোদীর বিদেশসফর নিয়ে যে পরিসংখ্যান উঠে এসেছে তা নিয়ে যত কটাক্ষের শুরু। পরিসংখ্যান বলছে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত মোদীর বিদেশ সফরের জন্য বোর্ডিং, হটলাইন যোগাযোগ—ইত্যাদি প্রভৃতির জন্য সরকারের ২০২১ কোটি টাকারও বেশি খরচ হয়েছে। অন্যদিকে, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে কতবার মোদী বিদেশ সফরে গিয়েছেন তা নিয়ে বিদ্রুপ করে কংগ্রেস। এবার ফের একবার প্রধানমন্ত্রীকে আক্রমণের সুবর্ণ সুযোগ পেল তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.