নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা ,কান্দী:-মুশিদাবাদ জেলা জুড়ে প্রবল ঝড়ে তছনছ হয়ে যাত গোটা জেলস ,উড়ে যায় টিনের চালন,খড়ের চাল। প্রবল ঝড় ঝঞ্ঝা ও বৃষ্টির কারনে মঙ্গলবার বিকেলে কান্দির যশোহরি- আনোখা ২ নং গ্রাম পঞ্চায়েতের মাধুনিয়া উলাপাড়া গ্রামে একটি বাড়িতে টিনের চাল উড়ে যায়।এই বাড়িতে একজন বৃদ্ধা মহিলা ও তার মেয়ে থাকেন।চাল উড়ে যাওয়ার কারনে সমস্যায় পড়েন তাঁরা।
খবর পাওয়ামাত্র নব নির্বাচিত কান্দির কংগ্রেস বিধায়ক সফিউল আলম খান ঘটনাস্থল পরিদর্শনে যান।সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে তাদের ত্রিপল দিয়ে সাহায্য করেন এবং আগামী দিনে পাশে থাকার আশ্বাস দিলেন বিধায়ক। গোটা এলাকার তিনি খোঁজ খবর নেন এবং ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলেন।