নিজস্ব সংবাদদাতা ,অয়ন বাংলা :- গতকাল পলাশীপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে চিকিৎসা অভাব ও ডাক্তারের গাফিলতির কারণে পলাশীপাড়ার তৃতীয় শ্রেণীর ছাত্রী তাপসী মন্ডলের অকালে মৃত্যু হয়।
এর প্রতিবাদে নদীয়া জেলা ছাত্র পরিষদ ও পলাশী পাড়া যুব কংগ্রেসের পক্ষ থেকে হাসপাতালে সুপার কে একটি ডেপুটেশন দেওয়া হয়।উপস্থিত ছিলেন নদীয়া জেলা ছাত্র পরিষদের সভাপতি অরিন্দম গোস্বামী, পলাশী বিধানসভা ছাত্র পরিষদ সভাপতি আলামিন সেখ যুব কংগ্রেস সভাপতি সফি মল্লিক,নদীয়া জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন মন্ডল, ব্লক কংগ্রেস সভাপতি অমিত কুমার বিশ্বাস,এছাড়াও কংগ্রেস কর্মীবৃন্দ আরিজুল হক,রবিউল ইসলাম,অখিল আনসারি,ফিরোজ সেখ,মহিবুল সেখ,বিজয় মিস্ত্রি, সুপারের কাছে মূলত আমাদের দাবি ছিল তাপসী মন্ডলের মৃত্যুর কারণটা তদন্ত করে দেখা হক যাতে পরবর্তীতে আর কোনো মায়ের খালি না হয় ।হাসপাতালে চিকিৎসার উন্নতি করতে হবে,রোগীদের পরিষেবার আরও উন্নতি করতে হবে ।রোগীদের নিরাপত্তা বাড়াতে হবে ।হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে ।
প্রাথমিক স্কুলে মেডিকেল ক্যাম্প বসাতে হবে।দিবারাত্রি রোগীদের পরিষেবা দিতে হবে,আমাদের দাবি গুলো শুনে হাসপাতালের সুপার শ্যামল বিশ্বাস আমাদের সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন ।।ডেপুটেশন দেওয়ার পর মৃত তাপসী মন্ডলের পরিবারের সাথে আমরা সাক্ষাত করি।তাপসী মন্ডলের সাথে বলে মনে হল চিকিত্সা ব্যবস্থার অত্যন্ত দুর্দশা, আমরা হয়তো তাপসী কে আর তাপসীর মায়ের কোলে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু তাপসীর পরিবার কে সমবেদনা ও পাশে থাকার আশ্বাস দিয়েছি ।
o তাপসীর বাবা মা বলেছেন আমাদের আন্দোলনে উনারা সব সময় আছেন।।