যুব কংগ্রেসের প্রতিনিধিরা অনশনরত পার্শ্বশিক্ষকদের হাতে ফল, শুকনো খাবার তুলে দিল

Spread the love

ওয়েবডেস্ক: গত ২৩ দিন ধরে সল্টলেকের বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন পার্শ্বশিক্ষকরা। আমরণ অনশন চলছে প্রায় ১৯ দিন হল। কিন্তু সরকারের টনক নড়ছে না। নড়বে, এমনটাও আশা করা যাচ্ছে না। এই অবস্থায় মঙ্গলবার পার্শ্ব শিক্ষক-শিক্ষিকাদের পাশে দাঁড়িয়ে তাঁদের হাতে ফল ও শুকনো খাবার তুলে দিয়ে মানবিক দায়বদ্ধতা পালন করলেন রোহন মিত্রের নেতৃত্বে কংগ্রেসের যুব-ছাত্র প্রতিনিধিরা।

পার্শ্বশিক্ষক-শিক্ষিকাদের অনশন আজ ১৯তম দিনে পা দিল। যারা অনশন করছেন, তারা ছাড়াও আরো প্রায় একহাজার পার্শ্বশিক্ষক-শিক্ষিকা রাত-দিন প্রায় খোলা আকাশের নীচেই অবস্থানে সামিল। খাবার, জল, শৌচাগারের সমস্যাকে হেলায় তুড়ি মেরে উড়িয়ে দিয়েই চলছে ন্যায্য দাবি আদায়ের জন্য দুর্বার আন্দোলন।
আজ সেই অবস্থানকারীদের জন্য ফল, শুকনো খাবার নিয়ে হাজির হলেন রোহন মিত্র, অর্ঘ্য গণের মতো কংগ্রেসের যুব-ছাত্র প্রতিনিধিরা। সঙ্গে ছিলেন অমিতাভ সিংহের মতো বর্ষীয়ান নেতারাও। আন্দোলনে অংশগ্রহণকারীরা রোহন মিত্রকে জানান, অনশন ও অবস্থানরতদের নিয়মিত ডাক্তারি পরীক্ষা ও পর্যবেক্ষণ জরুরি হয়ে পড়ছে। এ বিষয়ে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেওয়া হয় কংগ্রেসের এই ছাত্র-যুব প্রতিনিধি দলের পক্ষ থেকে।

উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, বিরোধী দলনেতা আব্দুল মান্নান সহ কংগ্রেসের অনেক বিধায়ক এবং নেতৃবৃন্দ এই আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়িয়েছেন। এবার সেই উদ্যোগে নাম লেখালো যুব কংগ্রেসও।

সৌজন্য :- মহানগর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.