দিলদার আলী , দঃদিনাজপুর :- দঃ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে পেট্রো পণ্যের ও রান্নার গ্যাস মূল্য বৃদ্ধির প্রতিবাদে যুব তৃণমূলের বিক্ষোভ ।এদিন পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি এবং রেলের তৃণমূল কংগ্রেস পক্ষ কুশমন্ডি ব্লকে সমস্ত বাড়ি বাড়িতে পতিবাদ মিছিল করা হয়ে । এই বিষয়ে তৃনমূল কংগ্রেস এডভ্যাইজার কেসব যোশি বলেন পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের 22 বার দাম বাড়ছে । কেন্দ্রের সরকার সাধারণ গরিব মানুষের কথা বলেন কিন্তু বাস্তবে তা করেন না । পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির ফলে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে । মানুষের সাথে প্রতারণা করছে কেন্দ্রের বিজেপির সরকার । তিনি আরো বলেন অবিলম্বে গ্যাস,ডিজেল ,পেট্রোলের মূল্য বৃদ্ধি না কমালে জেলা জুড়ে বৃহওম আন্দোলন হবে পাশাপাশি কশুমন্ডি ব্লকের তৃনমূল যুব কংগ্রেস সভাপতি সেকেন্দার হক জানান আজ কুশমন্ডি ব্লকে সমস্ত বাড়িতে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল কর্মীবৃন্দ ২২ বার প্রেটল ও ডিজেল দাম বাড়ানো সধারন মানুষ সমস্যা হচ্ছে বলে জানন।এর মধ্যে কেন্দ্রীয় সরকারের পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস দাম না কমালে বৃহত্তম আন্দোলন করবেন হুঁসিয়ারি দিলেন তৃণমূল যুব নেতা সেকেন্দার হক।