মৃত_হিন্দু_মহিলার_অন্তিম_সৎকার_করলো_তিন_মুসলিম_যুবক,#করোনার_ভয়ে_এলোনা_প্রতিবেশী
নিউজ ডেস্ক :- অসমের কাছাড় জেলার সোনাই নরসিংহপুর দ্বিতীয় খন্ড গ্রামের প্রয়াত সুর মোহন নাথের ধর্মপত্নী বয়োজ্যেষ্ঠা শান্তিবালা নাথ (৮৫) প্রয়াত হন শুক্রবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে।
আর এই পরিবারের তিনজনের কোভিড-১৯ পজিটিভ পাওয়ায় পুরো বাড়ি কনটেইনমেন্ট জোন হিসেবে সিল করা হয়। আশেপাশের লোকজন শান্তি বালার অন্তিম সংস্কারে এগিয়ে এলেন না করোনার ভয়ে।
শনিবার সকাল পর্যন্ত মৃতদেহ ঘরের মধ্যে পরিত্যাক্ত অবস্থায় ছিল।
এদিন আপদ মিত্রার কাজীডহর গ্রামের সৎসাহসিক যুবক #নাজম_উদ্দিন_চৌধুরী, #শহীদ_আহমেদ_চৌধুরি এবং #রশিদ_আহমেদ_চৌধুরীরা স্বেচ্ছায় এগিয়ে আসেন ঐ বৃদ্ধ মহিলার অন্তিম সৎকারে।
পরিশেষে কোভিড প্রটোকল মেনে পিপিই কিট পরে অন্তিম সৎকারে এগিয়ে আসেন এই তিন সাহসী যুবক। নাথ সম্প্রদায়ের প্রথা মেনে শান্তি বালাকে বাড়ির পাশেই একটি স্থানে মাটির নিচে সমাধিস্থ করা হয়।
মানবতার একটি মহৎ পরিচয় দিয়েছেন এই যুবকরা।
যেহেতু তারা কোনও সরকারি কর্মচারী নয়। মানবতা এখনো বেঁচে আছে এর প্রমাণ করে দিলেন ওই যুবকরা।
তাই জাত পাত নয় বিভেদের নেই কোন ঠাঁই ।এখনও মানবতা হারিয়ে যায় নি।