দিলদার আলী,দঃদিনাজপুর:- বিজেপির ডাকা বন্ধের প্রভাব পড়েছে কুশমন্ডি ব্লকে। হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়ার পর আজ বিজেপির পক্ষ থেকে উত্তরবঙ্গে বনধ ডাকা হয় । পরিবার ও বিজেপির তরফে খুনের অভিযোগ জানানো হয়েছে, দাবি তোলা হয়েছে সিবিআই তদন্তের। এই খুনের প্রতিবাদে ১২ ঘন্টার উত্তর বঙ্গের আটঢ়টি জেলায় বন্ধ ডেকেছে বিজেপি।।
তবে মঙ্গলবার সকালে বন্ধের প্রভাব কুশুমন্ডি তে পঢড়েছে যাহানবাহন চলাচল করতে দেখা গেল না ।এদিন কুশমন্ডি ব্লকের ,প্রেট্টল পাম্প,পোষ্ট অফিস ও স্টেট ব্যাঙ্ক সামনে বিজেপি ফ্লাগ লাগন এমন কি ১২ ঘন্টা বন্ধ কে সফল করতে অভিযান নামেন এদিন উপস্তিত ছিলেন কুশমন্ডি ব্লকে মন্ডল সভাপতি হারাধন সরকার কুশমন্ডি বিধান সভা বিজেপি সংযোগ তাপস রায় সহ আরো অনেকেই ।।।।।।