নিউজ ডেস্ক ‘- এ যেন লোন মেলার মত সরকারী সম্পত্তি বেসরকারী করণের মেলা করে চলেছে মোদি 2 সরকার । এবার আরও তিনটি বিমানবন্দরের বেসরকারিকরণের পথে হাঁটল কেন্দ্র। জয়পুর, তিরুবন্তপুরম ও গুয়াহাটি বিমানবন্দরকে পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে ৫০ বছরের জন্য লিজ দেওয়ার প্রস্তাবে বুধবার সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকের পর একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
গত বছরই লখনউ, আমেদাবাদ, জয়পুর, মেঙ্গালুরু, তিরুবনন্তপুরম এবং গুয়াহাটি বিমানবন্দরকে সরকারি–বেসরকারি অংশীদারিত্বের মডেলে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। বিমানবন্দর পরিচালনার কাজ করে মূলত আসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীনে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া।
জাভড়েকর বলেন, ‘এটা কোনও স্থায়ী সিদ্ধান্ত নয়। পিপিপি মডেলে বিমানবন্দর পরিচালনা করে যা মুনাফা হবে, তা দেশের ছোট বিমানবন্দরের উন্নয়নে কাজে লাগানো হবে। এছাড়াও আরও ভাল পরিষেবা পাবেন যাত্রীরা।’ গত বছরেই আমেদাবাদ, লখনউ এবং ম্যাঙ্গালুরু বিমানবন্দর ৫০ বছরের জন্য আদানি গ্রুপকে লিজ দিয়েছে কেন্দ্র। তার আগে দিল্লি এবং মু্ম্বই বিমানবন্দরকেও বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে মোদি সরকার।