দায়িত্ব থেকে সরানো হয়নি রত্না চ্যাটার্জীকে, বললেন মন্ত্রী ফিরহাদ হাকিম
পরিমল কর্মকার (কলকাতা) : বেহালার ১৩১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক দায়িত্ব থেকে শোভন পত্নী রত্না চ্যাটার্জীকে সরানো হল বলে সোমবার সংবাদমাধ্যমের এই খবরে তোলপাড় হয় সারা রাজ্য। কিন্তু গতকালই (সোমবার) রত্নাদেবী জানিয়েছিলেন, তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার খবর তার কাছে নেই। তাই তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কোনও নির্দেশ না আসা পর্যন্ত তিনি তার কাজ চালিয়ে যাবেন। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম মঙ্গলবার এক সাক্ষাৎকারে এবিষয়ে বলতে গিয়ে বলেন, “কাউকে কোনও পদ থেকে সরানো হয়নি। যিনি যেখানে আছেন, তিনি সেখানেই থাকবেন।” আর এতেই পরিষ্কার হয়ে যায় আপাততঃ শোভন চ্যাটার্জির তৃণমূলে ফিরে আসার কোনও সম্ভাবনা নেই, আর রত্না চ্যাটার্জীরও সরে যাওয়ার কোনও নির্দেশ দলের পক্ষ থেকে দেওয়া হয়নি।
উল্লেখ্য, সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমে রত্না চ্যাটার্জীকে সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার খবরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেলেও, আমরা আমাদের এই সংবাদমাধ্যমে পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলাম, শোভন চ্যাটার্জী এখনও খাতা-কলমে বিজেপি’তেই রয়েছেন। উপরন্তু তার অনুপস্থিতিতে এক কঠিন পরিস্থিতিতে কাউন্সিলরহীন বেহালার ১৩১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক দায়িত্ব সহ অন্যান্য দায়িত্বও সামলেছেন রত্নাই।
প্রসঙ্গত: সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমে পরিষ্কার করে জানিয়ে দেন,” কাউকেই কোনও পদ থেকে সরিয়ে দেওয়া হয়নি। যিনি যেখানে আছেন, তিনি সেখানেই থাকবেন।” অর্থাৎ এ থেকেই পরিষ্কার হয়ে যায়, শোভন চ্যাটার্জী আপাতত: তৃণমূলে ফিরছেন না। বিশেষ সূত্রের খবর, শোভনবাবু ২০২১ এর বিধানসভা ভোট না দেখে এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না। তাই তার তৃণমূলে ফিরে আসা এখন শুধু জল্পনা-কল্পনার মধ্যেই রয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।