নিজস্ব সংবাদদাতা :- একুশে ভোটকে সামনে রেখে গুটি সাজাতে শুরু করলেন । প্রদেশ কংগ্রেস সভাপতি হয়ে অধীর চৌধুরী এবার সংঘটন কে ঢেলে সাজানোর পর পর্যবেক্ষক নিয়োগ করলেন প্রতিটি জেলায় একুশে ভোট কে সামনে রেখে । মইনুল হক কে পর্যবেক্ষক হিষাবে মালদার দায়িত্ব দিলেন আর কান্দির বিধায়ক সফিউল আলম খান কে দায়িত্ব দেওয়া হল সেন্ট্রাল কোলকাতা। পর্যায়ক্রমে নেপাল মাহাতো – ঝাড়গ্রাম , সর্দার আমজাদ আলী উত্তর চব্বিশ পরগনা , ডি পি রায় – কোচবিহার ড.মায়া ঘোষ :- পঃ মেদিনীপুর আঃ সাত্তার – দঃ চব্বিশ পরগনা শূভঙ্কর সরকার -পূর্ব মেদিনীপুর তুষার গুহ – দঃ দিনাজপুর সুব্রত মুর্খাজী – পূঃ বর্ধমান শ্রী বাসু – বড় বাজার সুবিন ভৌমিক – আলিপুরদুয়ার আগামী একুশে র নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে এখন থেকেই শুরু চুড়ান্ত ব্যাস্ততা ।