এবার বাড়িতেই পেয়ে যান রঙিন PVC Voter ID কার্ড: কি ভাবে আবেদন করবেন জেনে নিন

Spread the love

বাড়িতে বসেই পেয়ে যান রঙিন PVC Voter ID কার্ড: রইলো আবেদনের পদ্ধতি

 

নিউজ ডেস্ক : Aadhaar কার্ডের ক্ষেত্রে যেমন পলি ভিনাইল ক্লোরাইড (PVC) কার্ড আনা হয়েছে, ঠিক তেমনই আপনি আপনার Voter ID কার্ডকেও PVC কার্ডে রূপান্তরিত করতে পারেন বাড়িতে বসেই। PVC Voter ID কার্ড পাওয়ার জন্য আপনাকে মাত্র কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে। আর এই সকল সহজ পদ্ধতির মাধ্যমে বিনামূল্যে আপনি আপনার বাড়িতে বসেই পেয়ে যাবেন PVC Voter ID কার্ড।

PVC Voter ID কার্ড পাওয়ার জন্য আবেদনকারীকে ইলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট https://www.nvsp.in/ এ যেতে হবে।

যেখানে নিজের ভোটার আইডি নম্বর, মোবাইল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট করে নেওয়ার পর পুনরায় লগইন করতে হবে।

তারপর ভোটার আইডিতে থাকা যাবতীয় তথ্য মিলিয়ে দেখে নেওয়া অথবা কোথাও ভুল থাকলে তা সংশোধন করার পর প্রয়োজনীয় নথি, নিজের রঙিন ছবি আপলোড করে, সম্পূর্ণ ফর্মটি সঠিকভাবে পূরণ করে Submit করে দিতে হবে।

আপনার আবেদন করার পর নির্বাচন কমিশনের আধিকারিকরা আপনার তথ্য খতিয়ে দেখে আপনার বাড়ির ঠিকানায় একটি রঙিন PVC Voter ID কার্ড পাঠিয়ে দেবে।

নতুন ধরনের এবং আধুনিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ এই PVC Voter ID কার্ডগুলির একাধিক সুবিধা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। সুবিধা সম্পর্কে তারা জানিয়েছেন,

এই সকল PVC Voter ID কার্ডে প্রথম যে সুবিধা রয়েছে সেগুলি হল প্রযুক্তির সুবিধা।

দ্বিতীয়ত এই কার্ডগুলি অনেক বেশি নিরাপদ। কারণ এই সকল কার্ডগুলিতে থাকে বারকোড এবং অদৃশ্য নম্বর।

তৃতীয়ত, এর ফলে ভোটার সম্পর্কিত একটি তথ্য নির্বাচন কমিশনের তথ্য ভান্ডারে সংযুক্ত হয়। যার ফলে অযথাই ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ভয় থাকেনা।

এই কার্ডগুলি বহন করা সহজ। ওয়ালেটের মধ্যে সহজেই রাখা যায় এবং দীর্ঘদিন রাখা হলেও নষ্ট হয়ে যায় না। এর পাশাপাশি রঙিন ছবি এবং রঙিন কার্ড কার্ডের আলাদা আকর্ষণ বাড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.