মহিলাদের স্বনির্ভর প্রকল্পের সভা, ১৩২ নম্বর ওয়ার্ডের বেহালা হাই স্কুলে
পরিমল কর্মকার (কলকাতা) : বিভিন্ন পেশায় মহিলাদের স্বনির্ভর করার প্রয়াসে ১৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সঞ্চিতা মিত্রের উদ্যোগে মঙ্গলবার (১ ডিসেম্বর) বেহালা হাই স্কুলে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রায় ৪০০ জন মহিলা উপস্থিত ছিলেন।
সঞ্চিতা মিত্র জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও কলকাতা পুর-সংস্থার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের সহযোগিতায় ১৮ থেকে ৪৫ বছর বয়সী মহিলাদের স্বনির্ভর করার প্রচেষ্টায় এই কর্মযজ্ঞ চলছে।
তিনি বলেন, ১৩২ নম্বর ওয়ার্ডে দিশারী-২ এরিয়া লেবেল ফেডারেশন ও দর্শন লেবেল ফেডারেশনের উদ্যোগে সেলাই, বিউটিশিয়ান, মোবাইল রিপেয়ারিং, ফিজিওথেরাপি, ইমিটেশন গয়না তৈরি, বই বাঁধানো, সফটয়েজ তৈরি, জ্যাম-জেলি-আচার-লজেন্স তৈরি, গাড়ির ড্রাইভিং শিক্ষা ইত্যাদি ১৬ রকম বিষয়ের উপর ৬ মাসের ট্রেনিং করানো হচ্ছে।
তিনি আরও বলেন, কলকাতা পুর-সংস্থার তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কর্মসূচী পালিত হয়ে আসছে। ৬ মাসের ট্রেনিং শেষে যে যে বিষয়ের উপর যে যে মহিলারা প্রশিক্ষণ নিয়েছেন, তাদের কলকাতা পুর-সংস্থার পক্ষ থেকে সেলাই মেশিন কিংবা বিউটিশিয়ান কিটস ও অন্যান্য বিষয়ের র-মেটিরিয়ালস দ্রব্য এবং মেশিন-পত্র ইত্যাদি দেওয়া হয়। বর্তমানে ১৩২ নম্বর ওয়ার্ডে স্বনির্ভর প্রকল্পে যুক্ত রয়েছেন ৯৫০ জন মহিলা। এই কর্মযজ্ঞ বিগত ১৪ বছর ধরে চলছে বলে জানান তিনি।