যষ্ঠ থেকে নবম শ্রেণির পড়ুয়াদের জন্য বিশেষ নির্দেশিকা প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদের
নিউজ ডেস্ক: – করোনা আবহে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হচ্ছে না, সে কথা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। একাদশ শ্রেণির পড়ুয়ারাও বিনা পরীক্ষায় দ্বাদশে উত্তীর্ণ হয়েছে। এবার ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ।
মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয় বর্তমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই এই বছর (২০২০ শিক্ষাবর্ষে) ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির পড়ুয়াদের কোনও বার্ষিক পরীক্ষা হবে না। অর্থাৎ বার্ষিক পরীক্ষা বা মূল্যায়ন ছাড়াই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে তাদের। নির্দেশিকায় আরও জানানো হয়, স্কুল খুললে এবং পঠনপাঠন স্বাভাবিকভাবে চালু হলে আগে পুরনো ক্লাসের সম্পূর্ণ সিলেবাস শিক্ষক-শিক্ষিকাদের পড়াতে হবে। তারপর নতুন ক্লাসের সিলেবাস অনুযায়ী পঠনপাঠন শুরু করবে পড়ুয়ারা।
পাশাপাশি ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের যে কোনও টেস্ট পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই, সেই বিষয়টিরও উল্লেখ রয়েছে নির্দেশিকায়। সঙ্গে বলা হয়েছে, সংশ্লিষ্ট স্কুলকে পরীক্ষার্থীদের জন্য মক টেস্টের ব্যবস্থা করতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতিতে যাতে কোনও ঘাটতি না থাকে, সেই কারণেই স্কুলগুলিকে এই অনুরোধ জানিয়েছে পর্ষদ।
সৌজন্য :-সংবাদ প্রতিদিন
একটা কথা আমি ভাবতে পারছি না করুনা ভাইরাস কি শুধু মাত্র স্কুলেই রয়েছে। সেই 23 শে এপ্রিল 2020 তে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বন্ধ হয়েছে আজ 2020 শেষ হতে চলেছে প্রত্যেকটা ছেলে, ও মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে এটা কি সরকার দেখতে পায় না। সবই তো চলছে তাহলে শিক্ষাকেন্দ্র কেন বন্ধ থাকবে।