নিউজ ডেস্ক :- ক্রমশ বাড়ছে আন্দোলনের ঝাঁজ ,এবার সরাসরি আঘাত রিলায়েন্সের জিও কোম্পানিকে,ভাঙচুর করা হল দেড় হাজারের বেশী মোবাইল টাওয়ার । কৃষি আইন প্রত্যাহার করার দাবি কেন্দ্র মানতে রাজি নয়। উল্টোদিকে বিক্ষোভকারীদের দাবি, এই আইনে আদানি, অম্বানিদের মত কর্পোরেট সংস্থাগুলো উপকৃত হবে। এই পরিস্থিতিতে পঞ্জাবের কৃষকদের রাগ গিয়ে পড়েছে মুকেশ অম্বানির রিলায়েন্স জিওর ওপর। রাজ্যে জিওর ১,৫০০-এর বেশি মোবাইল টাওয়ার তাঁরা ভাঙচুর করেছেন বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ এ ব্যাপারে কড়া হুমকি দিয়েছেন ভাঙচুরে যোগদানকারীদের।
পঞ্জাবে ৯,০০০ রিলায়েন্স জিও টাওয়ার রয়েছে। তার মধ্যে ১,৫০০-এর বেশি টাওয়ার ভাঙচুরের জেরে অচল হয়ে পড়েছে। জিওর প্রতিনিধি জানিয়েছেন, তাঁদের টাওয়ারে যেভাবে ভাঙচুর চলেছে, বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছে, এমনকী জেনারেটর চুরি করা হয়েছে তাতে ঠিকমত পরিষেবা দেওয়া তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না।