ওয়েব ডেস্ক :- এক জনপ্রিয় বাংলা চ্যানেলে একটি অতি পরিচিত সর্বভারতীয় সংস্থা ‘সি ভোটার’ (C Voter) এই সমীক্ষা করেছে বলে প্রচার করা হয় চ্যানেলের তরফে।
কিন্তু মজার বিষয়টি হল গত ৪৮ ঘন্টা ধরে বন্ধ করে দেওয়া হয়েছে সেই বিজ্ঞাপন। আজ অনুষ্ঠান সম্প্রচারের বিষয়েও উচ্চবাচ্য করেনি চ্যানেল। শোনা যাচ্ছে সমীক্ষার ফল দেখানো হবে আগামী সপ্তাহে। নির্ধারিত সেই অনুষ্ঠান সম্প্রচারও হল না চ্যানেলে। স্বভাবতই প্রশ্ন উঠছে, কেন এমনটা হল।
গোপন সূত্রের খবর, সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এই মুহূর্তে রাজ্যে বিধানসভা নির্বাচন হলে তৃণমূল পাবে ২০০টি বা সামান্য বেশি আসন, বিজেপি পেতে পারে ৮৫- ৯০ আসন আর ৮-১০টা আসন বাম-কংগ্রেস জোটের ঝুলিতে যাবে।
অসর্মথিত সূত্রের খবরে জানা গেছে চ্যানেল যাতে এই সমীক্ষার ফলাফল সম্প্রচার না করে সেইজন্যে দিল্লি থেকে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবশালী এক নেতার অফিস থেকে ফোন করে চাপসৃষ্টি করা হয়েছে। যদিও চ্যানেলের তরফে অনুষ্ঠান সম্প্রচার না করার কারণ হিসেবে বলা হচ্ছে যে সমীক্ষার কাজ শেষ হয়নি।
এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতর ।
সৌজন্য :- দৃষ্টি ভঙ্গি পোর্টাল নিউজ