এবার দেশজুড়ে ৪০ লক্ষ ট্রাক্টর নিয়ে মিছিল করার কথা ঘোষণা কৃষকদের, বেকায়দায় মোদি সরকার

Spread the love

 

এবার দেশজুড়ে ৪০ লক্ষ ট্রাক্টর নিয়ে মিছিল করার কথা ঘোষণা কৃষকদের, বেকায়দায় মোদি সরকার

নিউজ ডেস্ক বঙ্গ রিপোর্ট: আন্দোলন থামবে না। অত সহজে হার মানতে রাজি নন কৃষকরা। মোদী সরকারের উপর চাপ বাড়াতে ফের ট্রাক্টর ব়্যালিক কথা ঘোষণা করলেন কৃষক নেতা। গোটা দেশে কৃষকদের আন্দোলনের ঝাঁঝ বাড়াতে নয়া রণকৌশল নিয়েছেন আন্দোলনকারী কৃষকরা। তাঁরা দেশজুড়ে ৪০ লক্ষ ট্রাক্টর নিয়ে মিছিল করার কথা ঘোষণা করেছেন। ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইট ঘোষণা করেছেন এই কর্মসূচি।

এখনও ঝিমিয়ে পড়েনি কৃষকদের আন্দোলন। উল্টে আরও উদ্যোম নিয়ে আন্দোলনে ঝাঁপাচ্ছেন কৃষকরা। এবার কৃষক নেতাদের নজরে গোটা দেশ। শুধু পাঞ্জাব, হরিয়ানা, দিল্লির মধ্যে কৃষক আন্দোলনের উত্তেজনা আটকে রয়েছে। এবার সেটা গোটা দেশে ছড়িয়ে দিতেচান তাঁরা। সেকারণে তাঁরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। এবার গোটা দেশেই ট্রাক্টর নিয়ে পথে নামবেন কৃষকরা। ৪০ লক্ষ ট্রাক্টর কৃষি আইনের বিরোধিতায় গোটা দেশে রাস্তায় নামবে বলে ঘোষণা করেছেন কৃষক নেতা রাকেশ টিকাইট।

রাজধানী দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর ব়্যালিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল। লালকেল্লায় ঢুকে নিজেদের পতাকা উড়িয়েছিলেন কৃষকরা। পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল। পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষে প্রায় ২৯ জন জখম হয়েছিলেন। ঘটনায় খালিস্তানি মদত ছিল বলে দাবি পুলিশের। এই ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল সংসদ অধিবেশনও। দিল্লি পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করেছিলেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.