নবগ্রামে উদ্বোধন হলো অ্যাসোসিয়েশনের প্রেস ক্লাব

Spread the love

নবগ্রাম উদ্বোধন হলো অ্যাসোসিয়েশন প্রেস ক্লাব

 

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর:-  বর্তমান সমাজ ব্যবস্থা ও রাজনৈতিক প্রেক্ষাপট এতটা ভয়ঙ্কর রূপ একদিকে সাংবাদিক  অন্যদিকে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা দিশেহারা। ইতিমধ্যে করোনা ভাইরাস আক্রমণের হাত থেকে আলোর দিশা দেখছে ভারত বর্ষ। এমনি সময়ে সাংবাদিক ও পুলিশের পাশে সর্বদাই আমাদের সংগঠন। তাই এভাবে সরকারি স্থানে আমাদের অ্যাসোসিয়েশনের প্রেসক্লাব সাহায্য করলেন নবগ্রাম বিডিও ও ওসি এবং মহকুমা পুলিশ আধিকারিক সাহেব। এই প্রথম সরকারি ভাবে sub-divisional লালবাগ প্রেসক্লাবের অনুষ্ঠিত হয়ে গেল।সাংবাদিককে নিয়ে সামাজিক ভাবে কাজ করে চলেছে ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড এডিটর অ্যাসোসিয়েশন।দীর্ঘ ছয় বছর সারা ভারতবর্ষের বুকে আমাদের সংগঠন সাংবাদিক পুলিশ ও সাধারণ মানুষের হয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।এই প্রথম বাংলার বুকে মুর্শিদাবাদ জেলা নবগ্রাম অন্তর্গত কৃষি মান্ডি স্থানে   প্রেসক্লাব উদ্বোধন হলো ।উদ্বোধন ও জেলা স্তরে সামাজিক মেলবন্ধন ও একে অপরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য আমরা  সকল সাংবাদিক পুলিশ ও নেতা-নেত্রীদের কে আমন্ত্রণ জানাচ্ছি।এদিকে সাংবাদিক পরিবার ও সাধারণ মানুষের পাশে সর্বদা সজাগ ভাবে কাজ করে চলেছেন ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটর অ্যাসোসিয়েশন।এখানে শেষ নয় বাংলার বুকে আরও জোরদার ভাবে সাংবাদিকদের একত্রিত করতে মুর্শিদাবাদ জেলায় জেলা কার্যালয় উদ্বোধন পরে নবগ্রাম প্রেসক্লাব হলো।   নতুন করে কমিটিতে রদবদল করার পরে নতুন শাখা অফিস অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ নব গ্রামে।অ্যাসোসিয়েশনের অফিস অনুষ্ঠানে উদ্বোধন করলেন মহাকুমার পুলিশ আধিকারিক বিক্রম প্রকাশ,নবগ্রাম বিডিও পঙ্কজ দাস , ওসি অমিত ভগত বাবু। উপস্থিত ছিলেন বিধায়ক কানাই চন্দ্র মন্ডল, এছাড়াও অ্যাসোসিয়েশনের জাতীয় সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার , সাংগঠনিক সম্পাদক নন্দগোপাল ত্রিপাঠী, রাজ্য সভাপতি বাশিরুল হক, রাজ্য সম্পাদক চন্দ্রশেখর সরকার, জাতীয় সহ সম্পাদক ইয়াকুব আলী।তবে অ্যাসোসিয়েশনের জন্ম ইতিহাস জানা প্রযোজনা।সৎ নির্ভীক নিষ্ঠাবান হয়ে কাজ করে চলেছে সাংবাদিক মৃত্যুঞ্জয় সরদার, আর সেই কারণেই  সৎ নির্ভীক সাংবাদিকদের পাশে দাঁড়াতে ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটর অ্যাসোসিয়েশনের জন্ম দিয়েছিল আজ থেকে ছয় বছর আগে। সারা ভারতবর্ষে সাংবাদিক জগতের উপরে অত্যাচার অবহেলা অন্যায়ের বিরুদ্ধে বারবার পথে নেমেছে মৃত্যুঞ্জয় সরদার , অ্যাসোসিয়েশনের সমস্ত কর্মকর্তাকে সঙ্গে নিয়ে। সারা ভারতবর্ষে সর্বপ্রথম মৃত্যুঞ্জয় সরদার এর পক্ষ থেকেই দাবি তুলেছিল অনলাইন নিউজ পোর্টাল কে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে ও সরকারী প্রেস কার্ড দিতে হবে। আজও সেই দাবি বিবেচিত  স্থান রেখেছে কেন্দ্রীয় সরকার। নবগ্রাম প্রেসক্লাবে উদ্বোধন এর সাথে সাথে sub-divisional মহকুমা কমিটি গঠিত হলো এসোসিয়েশনের। অ্যাসোসিয়েশনের মহাকুমার সভাপতি হলেন লালবাগ sub-division জয়ন্ত রায়, সম্পাদক হলেন শওকাত আলী। মহাকুমার কমিটির পরে জেলা কমিটির নাম ঘোষিত হলো মুর্শিদাবাদ জেলার অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন জয়ন্ত রায়। মহকুমা কমিটি ও জেলা কমিটি সম্পূর্ণরূপে ঘোষিত হবে মার্চ মাসের, তেমনই খবর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.