মুশিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন কে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা .বহরমপুর :- মুশিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন কে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস । শুভেন্দু ঘনিষ্ট এই নেতা দীর্ঘদিন ধরে দলের অনুষ্ঠানে গর হাজির এমনকি মমতা ব্যার্নাজীর বহরমপুরের সভায় ও গর হাজির ছিলেন । আজকে মুর্শিদাবাদ জেলা তৃণমুল কংগ্রেসে এর অফিসে বৈঠক শেষে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবু তাহের খান জেলাপরিষদ সভাধিপতি মোসারফ হোসেন ওরফে মধু কে তৃণমূল দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন । দীর্ঘদিন ধরেই তাঁর সঙ্গে দলের সম্পর্ক ভাল নয়। নভেম্বরে শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকার সময়েই দলীয় এক নেতার স্মরণসভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে হাজির ছিলেন এই মোশারফ হোসেন। তিনি মূলত শুভেন্দু অধিকারী অনুগত বলেই পরিচিত ছিলেন। কার্যত শুভেন্দু ঘনিষ্ঠতার কারণে তাঁর ব্যক্তিগত নিরাপত্তরক্ষী তুলে নেয় প্রশাসন। সেই সময় তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের বলেছিলেন মোশারফ হোসেন শুভেন্দু অধিকারীর পথে চলছেন। আবু তাহেরের সঙ্গে মোশারফ হোসেনের সম্পর্ক ভাল ছিল না। পরবর্তী সময়ে জানুয়ারিতে তৃণমূল ভবনে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বকে তলব করেছিলেন তৃণমূল সুপ্রিমো। তবে শেষের সংযোজন হল, মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বহরমপুরে যে সভা করেছিলেন, সেখানে অনুপস্থিত ছিলেন মোশারফ হোসেন। যা নিয়ে এই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিল তৃণমূল কংগ্রেস।
গদ্দার রেখে কি হবে?