বেহালা পশ্চিমে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জোর টক্কর দিতে ময়দানে সিপিএমের মিছিল, জয় নিশ্চিত দাবি নীহার ভক্তের
পরিমল কর্মকার (কলকাতা) : গত ২০১৬-র বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে কমবেশি মাত্র ৮ হাজার ভোটে জয় পেয়েছিলেন তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়। সেবার তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিএমের কৌস্তভ চট্টোপাধ্যায়। এবার তৃণমূলের আরও শক্ত পরিস্থিতির মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএম প্রার্থী করেছে ১২৭ নম্বর ওয়ার্ডের ডাকাবুকো কাউন্সিলর নীহার ভক্তকে। অনেকেই বলছেন, গতবারের চেয়েও এবার পার্থ বাবুকে আরও শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হবে। ইতিমধ্যেই তাকে টক্কর দিতে নীহার ভক্ত নির্বাচনী ময়দানে নেমে পড়েছেন। তার সভাগুলোতেও লোক হচ্ছে আশাতীত। এই বিধানসভা কেন্দ্রে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিজেপি’র তারকা প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জীও। তার সভাগুলোতেও জনসমাগম নজরকাড়া।
প্রসঙ্গত: সোমবার বেহালার বিভিন্ন এলাকা পরিক্রমা করে সিপিএমের একটি বিরাট মিছিল। এই মিছিলে সিপিএম প্রার্থী নীহার ভক্ত দাবি করেন, তার জয় নিশ্চিত হয়ে গিয়েছে। এলাকায় নানা সমস্যা রয়েছে। তারমধ্যে পানীয় জল সমস্যা ও নিকাশি ব্যবস্থার সমাধান এখনও হয়নি। আগামীদিনে এগুলো পূরণ করার লক্ষ্যে বেহালার মানুষের স্বার্থে তাকে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।