ঈদে এলাকায় সম্প্রীতি বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ কান্দিতে
জৈদুল সেখ, কান্দি ,অয়ন বাংলা :- শেষ হলো পবিত্র রমজান মাস ইসলাম ধর্মালম্বী মানুষের কাছে কাছে বিশেষ গুরুত্ব পূর্ণ ও তাৎপর্য পূর্ণ। সারা মাস সিয়াম বা রোজা রাখার পর সাওয়াল মাসের চাদঁ দেখা দিল সারা দেশ জুড়ে পালিত হবে খুশির ঈদ।
শুক্রবার খুশির ঈদে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন জন প্রতিনিধিরা, কান্দি খড়গ্রাম, বড়ুয়া, ভরতপুর থানার উদ্দ্যোগে এলাকার ইমামদের নিয়ে ঈদ উপলক্ষ্যে সচেতন করা হয়, দেখতে বলা হয় যে মাস্ক, স্যানিটেশন করে শান্তিতে খুশির ঈদ পালন করতে।
এলাকায় শান্তি শৃঙ্খলা, ও করোনা ভাইরাস নিয়ে সচেতন বিষয়ে জীবন্তি সহ কান্দির বিভিন্ন এলাকায় কান্দি প্রশাসনের তরফে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করা হয়। আংশিক লকডাউন অমান্য করে খুলেছে দোকান তাও আবার মুখে মাস্ক ছাড়াই কান্দী প্রশাসন অভিযানে জীবন্তি, মহলন্দী থেকে ৫ জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করল এবং মাইকিং করে এলাকায় মাস্ক পড়া থেকে শুরু করে অযথা ভিড় না করা, শারীরিক দূরত্ব বজায় রেখে বাজার করা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ করে সচেতন করেন।
উল্লেখ্য কান্দী, ভরতপুর, বড়ুয়ায়, খড়গ্রাম সহ মুর্শিদাবাদে দিনের পর দিন করোন সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে! আংশিক লকডাউন কে বুড়ো আঙুল দেখিয়ে চলছে বাজার হাট! এমতাবস্থায় মানুষ কে সচেতন করতে কান্দি থানার প্রশাসনিক তৎপরতায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ফলে অনেকটেই সচেতন দেখা যাচ্ছে এলাকায়। এবিষয়ে বিশিষ্ট শিক্ষক সফিউর রহমান বলেন
” কান্দি থানার এই সচেতন কে সাধুবাদ জানায়, মাঝে মধ্যে এই রকম উদ্দ্যোগ নিলে মানুষ আরও সচেতন হবে “