ইয়াস ঝড়ে সতর্কতা নিয়ে জরুরী বৈঠক কান্দী এবং খড়গ্রামে
জৈদুল সেখ, অয়ন বাংলা (,ABN )কান্দি:-
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় “ইয়াস” পাশাপাশি ভয়াবহ রূপ নিচ্ছে করোনা সংক্রমণের চেহারা! সেই কথা মাথায় রেখে এবার মুর্শিদাবাদের কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক, ব্লকের বিডিও, স্বাস্থ্য আধিকারিক, পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে কোভিড-১৯ মোকাবিলা ও কোভিড পরিস্থিতিতে সুপার সাইক্লোন ইয়াস ঝড় মোকাবেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো কান্দি ব্লক অফিস কমিউনিটি হলে।
পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় বর্তমানে এই কঠিন পরিস্থিতিতে ভয়াবহ ঘূর্ণিঝড় এগিয়ে আসছে তার থেকে শহরের এবং পঞ্চায়েত সমিতি অধীনস্থ সকল গ্রাম পঞ্চায়েতের মানুষের পাশে দাঁড়াতে সব রকম ভাবে প্রস্তুত গ্রহণ করা, কান্দি প্রশাসনের পক্ষ থেকে এই পরিকল্পনা সভায় একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।
কান্দি বিডিও নীলাঞ্জন মন্ডল পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত সমস্ত সদস্যদের বলেন- যে সমস্ত গ্রামে সমস্যার আশঙ্কা বেশি তাদের নিরাপদ স্থানে স্থানান্তর করা, মাটির বাড়ি বা চালা বাড়ি যে গ্রামে বেশি তার তথ্য নেওয়া, তার সঙ্গে সঙ্গে এই তিন চারদিন ইয়াস ঝড় মোকাবিলা করার জন্য সমস্ত ধরনের প্রসাশনিক ব্যবস্থা গ্রহণ করা। উপস্থিত ছিলেন কান্দি থানার আইসি সুভাষ চন্দ্র ঘোষ, বিডও নীলাঞ্জন মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রার্থ প্রতীম সরকার ছাড়াও কান্দি ব্লকের অধীনস্থ শুভাকাঙ্ক্ষী নাগরিক। যাদের সঙ্গে আলোচনা করে কথা বলে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে।
পিছিয়ে নেই খড়গ্রাম থানা, বড়ুয়া ও ভরতপুর। মঙ্গলবার ইয়াস ঝরের সর্তকতায় জরুরি এক বৈঠক করল খড়গ্ৰাম ব্লক ও পুলিশ প্রশাসন। মুর্শিদাবাদ বীরভুম সিমান্তের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বাসীন্দাদের দূর্যোগ থেকে রক্ষা করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয় এদিনের বৈঠক থেকে। উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক। ব্লকের বিডিও। স্বাস্থ্য আধিকারিক। সহ সকল প্রসাশনিক স্তরের আধিকারিকেরা ও বিধায়ক অসিত মার্জিত,ব্লক সভাপতি যুব সভাপতি সহ পঞ্চায়েত সমিতির সভাপতিরা এবং কর্মধাক্ষ্যরাও।