নিউজ ডেস্ক :- প্রবল সমালোচনা ও আন্দোলনের মুখে পড়ে অবশেষে পিএইচডি ভর্তির সংশোধিত তালিকা প্রকাশ করতে বাধ্য হল আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য, ইতিহাস বিষয়ে পিএইচডি ভর্তির যে তালিকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করে সেখানে দেখা যায় কোন ওবিসি এ এবং ওবিসি বি প্রার্থীকে স্থান দেওয়া হয়নি। আর এর পরপরই সংরক্ষণ নীতি লঙ্ঘনের অভিযোগ তুলে সরব হন রাজ্যের শিক্ষা মহলের একাংশ। বিশেষ করে পুবের কলম পত্রিকায় প্রকাশ হতেই খবরটি ভাইরাল হয়ে যায় রাজ্যের শিক্ষা মহলে। আর এর পরেই চাপ বাড়তে থাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর। উপাচার্য সাধন চক্রবর্তী বিষয়টি সমাধানের আশ্বাস দেন। পরিস্থিতি আঁচ করতে পেরে তাই তড়িঘড়ি সংশোধিত তালিকা প্রকাশ করতে বাধ্য হল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংশোধিত তালিকায় স্থান পেয়েছেন ৪ জন জেনারেল প্রার্থী, ২ জন এসসি প্রার্থী এবং ওবিসি এ ও ওবিসি বি তে একজন করে প্রার্থী স্থান পেয়েছেন। তালিকায় স্থান পাওয়া ওবিসি এ এবং ওবিসি বি প্রার্থীদের নাম যথাক্রমে ফায়জান আখতার ও সোমাশ্রী শীল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রার্থী তালিকা পুনর্বিবেচনা ও সংশোধিত প্রার্থী তালিকা প্রকাশকে বঞ্চনার বিরুদ্ধে একটি বিরাট জয় হিসাবে দেখছেন রাজ্যের পিছিয়ে পড়া সমাজের শিক্ষিত ছেলে মেয়েরা।
সৌজন্য :- পুবের কলম