স্বাস্থ্য সাথী,ডাঃ ইয়ার আলী,অয়ন বাংকা:-
স্কিন সমস্যা: আমাদের মধ্যে একটা ধারণা প্রচলিত আছে যে, চর্মের কোন রোগ বা অসুখ — রক্ত দূষিত হওয়ার জন্য হয়! কথাটা আংশিক সত্য হলেও আসল কারণটা অন্যরকম৷
দাদ যা বিভিন্ন ফাংগাস এর উৎপাত ও দেহের ইমিউনিটি দূর্বল ( জিঙ্ক , সিলিকন, সেলেনিয়াম ও আয়োডিন এর অপর্যপ্ততা) হওয়ার জন্য হয়ে থাকে৷
এছাড়া অন্য যতরকম স্কিন সমস্যা বিশেষ করে — একজিমা, ডার্মাটাইটিস,আর্টিকেরিয়া, সোরিয়াশিস প্রভৃতি যেগুলিকে অটোইমিউন হিসাবে দর্শানো হয়— তার মূল উৎপত্তি দেহে বা লিভারে ইবিভি ও কপার বা মারকারীর আধিক্যতা হেতু — ভাঈরাল বাঈপ্রোডাক্ট ও ডেড ভাইরাস যখন ঐসকল হেভি মেটালের সঙ্গে বন্ধন তৈরী করে তখন উভয়ের বিভিন্ন আনুপাতিক বন্ধন অনুযায়ী তৈরীকৃত ডার্মাটোটক্মিন লিম্ফাটিক ব্যাকফ্লো হয়ে স্কিনের নিচে সন্চিত হয়৷ সেই ডার্মাটোটক্মিন দেহের ইমিউনিটি অনুযায়ী নানারূপে, নানাভাবে চর্মের রোগ( অটো ইমিউন হিসাবে পরিচিত) প্রকাশ পায়৷
এই জাতীয় সমস্যা থেকে মুক্তি পেতে দরকার—
* লিভার বা রক্ত বা লিম্ফাটিক কে ঐ দুই কালপ্রিট থেকে বোঝামুক্ত করা৷
*ভাঈরাল বা হেভি মেটাল এক্মপোজার কমিয়ে আনা
* ভাইরাস ফিডিং বা লিভার স্ট্রেসিং ফুড কমিয়ে আনা
* হেভি মেটাল ডিটক্মিফিকেশন করা
* এন্টিভাইরাল ফুড বা সাপ্লিমেন্টস গ্রহণ করা
* ইমিউনিটি এনহান্সিং সাপ্লিমেন্টস গ্রহণ করা
* স্কিন এর নিচে সন্চিত ডার্মাটোটক্মিন ইন্সট্যান্ট রিমুভ করা( RWCT এক্ষেত্রে গুরুত্বপূর্ণ)
* স্টেরয়েড ও স্ট্রেস হরমোন ব্লাডে কমিয়ে রাখা( তারজন্য স্ট্রেসফ্রি ও শান্তিপূর্ণ মানসিকতা প্রয়োজন)
* ইমিউনিটি সাপ্রেসিভ মেডিকেশন ও থেরাপি এভোয়েড করা
উক্ত সকল সমস্যায় — আপনার মুক্তির সহযোগী হিসাবে
(যদিও একমাত্র নয়) দৈনিক ১০ মিলি ১০০ মিলি জলের সাথে খাবার পর দুপুর ও রাত্রে সেবন করতে পারেন—