রেশন কার্ডের সঙ্গে অধার কার্ডের লিঙ্ক ফের শুরু বেহালার ১৩২ নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকারে
পরিমল কর্মকার (কলকাতা) : মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) থেকে বেহালার ১৩২ নম্বর ওয়ার্ডে ফের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা শুরু হলো দুয়ারে সরকারের মাধ্যমে। ইতিপূর্বে এই ওয়ার্ডের বাসিন্দাদের লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী সহ নানা সুবিধা সুযোগ দেওয়া হয়েছে। অধিকাংশ মানুষই এই সুবিধা পেয়েছেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, বেহালার ১৩২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেহালা বিশালক্ষীতলা প্রাইমারি স্কুল, বেহালা হাই স্কুল, পর্ণশ্রী বিবেকানন্দ কাননে (পার্ক) মঙ্গলবার থেকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচি এখন টানা চলবে বলে জানানো হয়েছে।
এব্যাপারে ১৩২ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সঞ্চিতা মিত্র বলেন, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক শুরু হয়েছে, এই কর্মসূচি এখন চলবে। তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ইতিপূর্বে দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অভূতপূর্ব সারা পেয়েছি। এছাড়া বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, কন্যাশ্রী সহ এই সরকারের বহু প্রকল্পে সারা রাজ্যের মতো এই ওয়ার্ডেও সাফল্যের সঙ্গে রূপায়িত হয়েছে….।”